হোম > অপরাধ > সিলেট

চুনারুঘাটে ধর্ষণের অভিযোগে বাবা ও তার বন্ধু গ্রেপ্তার

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি

হবিগঞ্জের চুনারুঘাটে বন্ধুকে সঙ্গে নিয়ে নিজের কিশোরী মেয়েকে ধর্ষণের অভিযোগ উঠেছে। গত মঙ্গলবার বিকেলে উপজেলার গাজীপুর ইউনিয়ন থেকে অভিযুক্ত বাবা ও তাঁর বন্ধুকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। ওই দিন রাতেই তাঁদেরকে চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে। 

ভুক্তভোগী ওই কিশোরীর চাচা জানান, নিজের কিশোরী মেয়েকে গত বুধবার থেকে প্রতিদিন ধর্ষণ করে আসছে তার বাবা। সঙ্গে তাঁর এক বন্ধুকে নিয়েও মেয়েটিকে ধর্ষণ করেন। গত সোমবার সকালে ওই কিশোরী বিষয়টি তার চাচিকে জানায়। এ অবস্থায় চরম বিব্রতকর অবস্থায় পড়েন তিনি। একপর্যায়ে বিষয়টি র্যাবকে অবহিত করেন তাঁরা। 

খবর পেয়ে গতকাল মঙ্গলবার বিকেলে র্যাবের একটি দল নিজ বাড়ি থেকে অভিযুক্ত বাবা আব্দুল খালেক ও তাঁর বন্ধু আব্দুল কাদিরকে আটক করে। পরে চুনারুঘাট থানায় তাঁদের হস্তান্তর করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, ভুক্তভোগীর বাবা (৪০) ও তাঁর বন্ধু আব্দুল কাদির (৪২)। 

জানা যায়, অভিযুক্ত বাবা প্রায় ১ বছর আগে করোনার কারণে দেশে আসেন। দেশে আসার পর থেকে স্ত্রীর সঙ্গে দাম্পত্য কলহ শুরু হয় তাঁর। স্ত্রীর ওপর চালান অমানুষিক নির্যাতন। একপর্যায়ে নির্যাতন সইতে না পেরে প্রায় ১ মাস পূর্বে বাবার বাড়ি চলে যান তাঁর স্ত্রী। এ সুযোগেই গত ৬ দিন যাবৎ বন্ধুকে সঙ্গে নিয়ে নিজের মেয়েকে গণধর্ষণ করে আসছেন তিনি। 

এ বিষয়ে চুনারুঘাট থানার ওসি আলী আশরাফ জানান, এ ঘটনায় ভুক্তভোগী মামলা দায়ের করেছে। ভুক্তভোগীকে ডাক্তারি পরীক্ষার জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ঘটনার স্থান পরিদর্শন করেছেন চুনারুঘাট মাধবপুর সার্কেলের এএসপি মহসিন আলম মুরাদ। 

সিলেটে জুয়া খেলা অবস্থায় আটক ৭

ভোলাগঞ্জ স্থলবন্দর উদ্বোধন করলেন নৌপরিবহন উপদেষ্টা

জৈন্তাপুরে সড়ক দুর্ঘটনায় একজন নিহত

সিলেটে ট্রলির ধাক্কায় মসজিদের ইমাম নিহত

জৈন্তাপুরে সাড়ে ১৬ হাজার ঘনফুট বালু জব্দ, নিলামে বিক্রি

মৌলভীবাজারে আ.লীগের ৯ নেতা-কর্মী গ্রেপ্তার

সিলেট সীমান্তে খাসিয়াদের গুলিতে ২ জন নিহত

সিলেটে প্রথম আলো অফিসের সাইনবোর্ড, গ্লাস ভাঙচুর

কোন্দলই বিএনপির বড় সংকট

সিলেটে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত তিন