হোম > অপরাধ > সিলেট

চোরের হাত থেকে ছুটে আসা বাছুরের গলা ধরে কাঁদছেন বৃদ্ধ দম্পতি

প্রতিনিধি, মাধবপুর (হবিগঞ্জ)

বৃদ্ধ দম্পতির একমাত্র অবলম্বন চারটি গরু। গত বুধবার সেগুলোই চুরি হয়ে গেছে। কিন্তু পরদিন বাড়িতে ছুটে এসেছে একটি বাছুর। বাছুর পেয়ে কান্নায় ভেঙে পড়েন ওই দম্পতি। 

ঘটনাটি ঘটেছে হবিগঞ্জের মাধবপুরের বানেশ্বরে। এলাকাবাসী জানান, বৃদ্ধ তারা মিয়া ও তাঁর স্ত্রী দীর্ঘদিন ধরে অসুস্থ। তাঁদের আয়ের একমাত্র উৎস ছিল দুটি গাভী। প্রতিদিন দুটি গাভী থেকে ১০ কেজি দুধ পেতেন। এই দুধ বিক্রি করে চলতো তাঁদের সংসার। 

গত বুধবার রাতে সিঁদ কেটে দুর্বৃত্তরা চারটি গরু নিয়ে যায়। পর দিন সকালে একটি বাছুর ছুটে আসে বৃদ্ধা দম্পতির ঘরে। বাছুর পেয়ে কান্নায় ভেঙে পড়েন তাঁরা। তারা মিয়া হাউমাউ করে কেঁদে বলেন, দুধ বিক্রি করে চলতো আমাদের অভাবের সংসার। গরুগুলো চুরি হওয়ায় আমরা এখন নিঃস্ব। 

তারা মিয়ার স্ত্রী মাহমুদা বেগম বলেন, বাছুরটা চোরের কাছ থেকে ছুটে চলে আসে আমাদের কাছে। দুধ ছাড়া বাছুরটা কীভাবে এখন লালন পালন করবো বুঝতে পারছি না। এই বলেই বিলাপ করতে থাকেন তিনি। 

এদিকে নাম প্রকাশ না করার শর্তে গ্রামের এক বাসিন্দা বলেন, আমাদের গ্রামে গরু ব্যবসায়ীর সংখ্যা বেশি। তাঁরাই এ ধরনের ঘটনার সঙ্গে জড়িত। আগে এ ধরনের ঘটনায় একজনের মুচলেকা নেওয়া হয়েছে। এসব চুরির ঘটনায় একজন জনপ্রতিনিধি জড়িত। বিষয়টি বর্তমান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলীকেও জানানো হয়েছে। প্রতিমন্ত্রী এ গ্রামেরই বাসিন্দা। 

তারা মিয়ার ছোট ভাই নজু মিয়া বলেন, গত বছর গরু চুরির ঘটনায় গ্রামের দুর্বৃত্তদের বিরুদ্ধে একটি মামলা করা হয়। এরপর থেকেই চোর চক্রের লোকজন আমাদের হুমকি ধামকি দিয়ে আসছে। চুরির বিষয়টি আমরা বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী এমপিকে জানিয়েছিলাম। এরপর থেকে ‘মন্ত্রী তোদের কীভাবে বাঁচায় দেখবো’ বলে হুমকি দিয়ে যাচ্ছে তাঁরা। আমরা আতংকের মধ্যে আছি। 

এ ব্যাপারে মাধবপুর থানার ওসি আব্দুর রাজ্জাক বলেন, গরু চুরির খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়েছি। গরু উদ্ধারের জন্য অভিযান অব্যাহত আছে। 

সিলেটে পরিত্যক্ত অবস্থায় অবিস্ফোরিত মর্টার শেল উদ্ধার

হবিগঞ্জে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে জামায়াতের প্রার্থীকে শোকজ

সিলেটে জুয়া খেলা অবস্থায় আটক ৭

ভোলাগঞ্জ স্থলবন্দর উদ্বোধন করলেন নৌপরিবহন উপদেষ্টা

জৈন্তাপুরে সড়ক দুর্ঘটনায় একজন নিহত

সিলেটে ট্রলির ধাক্কায় মসজিদের ইমাম নিহত

জৈন্তাপুরে সাড়ে ১৬ হাজার ঘনফুট বালু জব্দ, নিলামে বিক্রি

মৌলভীবাজারে আ.লীগের ৯ নেতা-কর্মী গ্রেপ্তার

সিলেট সীমান্তে খাসিয়াদের গুলিতে ২ জন নিহত

সিলেটে প্রথম আলো অফিসের সাইনবোর্ড, গ্লাস ভাঙচুর