হোম > অপরাধ > সিলেট

চার শিশুকে বেঁধে নির্যাতনের মামলায় তিন আসামি গ্রেপ্তার 

হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে চার শিশুকে বেঁধে নির্যাতনের মামলায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার রাতে তিনজনকে গ্রেপ্তার করা হয়। এর আগে গতকাল রাতে নির্যাতিত এক শিশু সাগরের দাদা আনোয়ার ফকির বাদী হয়ে মাধবপুর থানায় পাঁচজনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। 

গত শনিবার সন্ধ্যায় উপজেলার ধর্মঘর ইউনিয়নের বৈষ্ণবপুর গ্রামে ওই চার শিশুকে নির্যাতনের ঘটনা ঘটে। গ্রেপ্তাররা হলেন ওই গ্রামের আব্দুল হকের ছেলে আক্তার হোসেন, আব্দুল হালীমের ছেলে আসাদ আলী ও মৃত নূর হোসেনের ছেলে আব্দুল হক।

মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক মামলার অভিযোগের বিষয়ে বলেন, গত শনিবার সন্ধ্যায় গ্রেপ্তার তিনজনসহ কয়েকজন মিলে চার শিশুকে অটোরিকশার সঙ্গে বেঁধে নির্যাতন করেন। বিষয়টি জানার পর ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ এবং অভিযুক্তদের আটক করতে অভিযান পরিচালনা করা হয়। রোববার রাতে এক শিশুর দাদা বৈষ্ণবপুর গ্রামের আনোয়ার ফকির মাধবপুর থানায় একটি মামলা করেন। মামলার পাঁচ আসামির মধ্যে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি দুজনকে গ্রেপ্তারে অভিযান চলছে। 

নির্যাতিত দুই শিশুর মামা স্থানীয় ব্যবসায়ী মো. শামীম মিয়া জানান, শনিবার সন্ধ্যায় তিনি জানতে পারেন তাঁর বোনের দুই ছেলেকে সিএনজির সঙ্গে বেঁধে রাখা হয়েছে। সেখানে গিয়ে তিনি চার শিশুকে অটোরিকশার সঙ্গে বাঁধা অবস্থায় দেখতে পান। এ সময় মো. শামীম মিয়া মুঠোফোন দিয়ে ভিডিও করলে তা মুছে ফেলা হয়। 

আসাদ আলী সর্দার নামে স্থানীয় এক বাসিন্দা জানান, ‘শিশুরা সিএনজির স্টিয়ারিংয়ের তার ছিঁড়ে ফেলায় তাদেরকে হাতে রশি দিয়ে বেঁধে আটক করা হয়। পরে আমি এসে শিশুদের পরিবারকে ২ হাজার টাকা জরিমানা করে তাদেরকে ছেড়ে দেওয়ার ব্যবস্থা করি।’

সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, নারী–শিশুসহ আটক ১১

খালেদা জিয়াকে নিয়ে আপত্তিকর মন্তব্য, চুনারুঘাটে ‘চিতল মুখলিছ’কে গণপিটুনি

জাফলংয়ে বালুচাপায় শ্রমিকের মৃত্যু

সিলেট-২ আসনে মনোনয়নপত্র জমা দিলেন ইলিয়াসপত্নী লুনা ও ছেলে অর্ণব

সিলেটে পরিত্যক্ত অবস্থায় অবিস্ফোরিত মর্টার শেল উদ্ধার

হবিগঞ্জে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে জামায়াতের প্রার্থীকে শোকজ

সিলেটে জুয়া খেলা অবস্থায় আটক ৭

ভোলাগঞ্জ স্থলবন্দর উদ্বোধন করলেন নৌপরিবহন উপদেষ্টা

জৈন্তাপুরে সড়ক দুর্ঘটনায় একজন নিহত

সিলেটে ট্রলির ধাক্কায় মসজিদের ইমাম নিহত