হোম > অপরাধ > সিলেট

চাচার টাকা আত্মসাতের মামলায় ভাতিজা কারাগারে

সিলেট প্রতিনিধি

সিলেটে চাচার থেকে টাকা নিয়ে আত্মসাতের অভিযোগে ভাতিজা ইমন খানকে (২৮) গ্রেপ্তারের পর কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। আজ বুধবার তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয় বলে নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের মোগলাবাজার থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ সাখাওয়াত হোসেন।

গ্রেপ্তারকৃত ইমন খান মোগলাবাজার থানাধীন গোটাটিকর পাঠানপাড়া এলাকার দিলদার খানের ছেলে। 

মামলা সূত্রে জানা গেছে, চাচা বদরুল খানের (৩৯) কাছে ব্যবসায় অংশীদার করার কথা বলে টাকা ঋণ চান তাঁর ভাতিজা ইমন খান। এ জন্য বদরুলকে ‘ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ’র (টিসিবি) ডিলারশিপের ভুয়া একটি আবেদনপত্রও দেখান তিনি। সেটি দেখে চাচা বদরুল চলতি বছরের মার্চ মাসে ১০০ টাকার স্ট্যাম্পে চুক্তি করে দু’ধাপে ভাতিজা ইমনকে ৭ লাখ ৩৫ হাজার টাকা দেন। পরে লাভের কোনো টাকা না দিয়ে বদরুলের সঙ্গে নানা টালবাহানা শুরু করেন ইমন। একপর্যায়ে টাকা আত্মসাতের বিষয়টি বুঝতে পেরে ডিলারশিপের সেই আবেদনপত্রের ফটোকপি নিয়ে টিসিবির সংশ্লিষ্ট কর্মকর্তার কাছে যান বদরুল। এ সময় তাঁর কাছে ইমনের প্রতারণার বিষয়টি ধরা পড়ে। 

ঘটনাটি জানতে পেরে মামলা দায়ের করেন বদরুল। পরে গতকাল মঙ্গলবার মোগলাবাজার থানা-পুলিশ অভিযুক্ত ইমনকে গ্রেপ্তার করে। আজ আদালত ইমনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। 

এ বিষয়ে উপপরিদর্শক বলেন, চাচার দায়ের করা মামলায় ভাতিজাকে গ্রেপ্তার করা হয়। পরে আজ আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে। 

জৈন্তাপুরে সাড়ে ১৬ হাজার ঘনফুট বালু জব্দ, নিলামে বিক্রি

মৌলভীবাজারে আ.লীগের ৯ নেতা-কর্মী গ্রেপ্তার

সিলেট সীমান্তে খাসিয়াদের গুলিতে ২ জন নিহত

সিলেটে প্রথম আলো অফিসের সাইনবোর্ড, গ্লাস ভাঙচুর

কোন্দলই বিএনপির বড় সংকট

সিলেটে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত তিন

হত্যা মামলায় বিয়ানীবাজার পৌর আ. লীগ সভাপতি গ্রেপ্তার

সিলেটে যেসব এলাকায় ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না বুধবার

চবি উপ-উপাচার্যের পদে থাকার নৈতিক অধিকার নেই: নাছির উদ্দীন

শাকসু নির্বাচন: ছাত্রদলের ২২ সদস্যের প্যানেল ঘোষণা, নারী প্রার্থী একজন ও মুক্তিযুদ্ধ সম্পাদক পদ ফাঁকা