হোম > অপরাধ > সিলেট

সিলেটে স্কুলছাত্রীর শ্লীলতাহানির চেষ্টায় একজন গ্রেপ্তার

সিলেট প্রতিনিধি

সিলেটে ষষ্ঠ শ্রেণির এক স্কুলছাত্রীর শ্লীলতাহানিচেষ্টার অভিযোগে সুলতান আহমদ (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার সন্ধ্যায় তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সুলতান আহমদ সিলেটের গোয়াইনঘাট উপজেলার ধর্মপাশা লাফনাউট গ্রামের ওলিউর রহমানের ছেলে। তিনি মেন্দিবাগ (বোরহান উদ্দিন রোডের পাশে) মেসার্স ইমরান স্টোরের কর্মচারী ছিলেন। 

জানা যায়, মেন্দিবাগস্থ মেসার্স ইমরান স্টোরের পার্শ্ববর্তী একটি তিনতলা বাসার ভাড়াটে ওই স্কুলছাত্রী। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি কেনার প্রয়োজনে ওই ছাত্রী মাঝেমধ্যে ওই স্টোরে গেলে দোকানের কর্মচারী সুলতান তাঁকে নানাভাবে উত্ত্যক্ত করতেন। গত শুক্রবার বিকেলে ওই ছাত্রী দোকানে গেলে সুলতান তার শ্লীলতাহানির চেষ্টা করেন। এ সময় সে দৌড়ে বাসায় চলে যায় এবং পরিবারের সদস্যদের ঘটনাটি জানায়। 

বিষয়টি জানার পর ওই ছাত্রীর আইনজীবী মামা গতকাল বিকেলে ইমরান স্টোরে গিয়ে সুলতানের কাছে বিষয়টি সম্পর্কে জানতে চাইলে তিনি ক্ষেপে যান। এ সময় সুলতানের পক্ষ নিয়ে দোকানের মালিক আব্দুল করিম ও স্থানীয় কয়েক যুবক ওই ছাত্রীর মামাকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। এ ঘটনায় সেখানে উত্তেজনার সৃষ্টি হয়। পরে খবর পেয়ে কোতোয়ালি থানার একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুলতানকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। 

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ আলী মাহমুদ বলেন, এ ঘটনায় মামলা করা হয়েছে। 

হবিগঞ্জে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে জামায়াতের প্রার্থীকে শোকজ

সিলেটে জুয়া খেলা অবস্থায় আটক ৭

ভোলাগঞ্জ স্থলবন্দর উদ্বোধন করলেন নৌপরিবহন উপদেষ্টা

জৈন্তাপুরে সড়ক দুর্ঘটনায় একজন নিহত

সিলেটে ট্রলির ধাক্কায় মসজিদের ইমাম নিহত

জৈন্তাপুরে সাড়ে ১৬ হাজার ঘনফুট বালু জব্দ, নিলামে বিক্রি

মৌলভীবাজারে আ.লীগের ৯ নেতা-কর্মী গ্রেপ্তার

সিলেট সীমান্তে খাসিয়াদের গুলিতে ২ জন নিহত

সিলেটে প্রথম আলো অফিসের সাইনবোর্ড, গ্লাস ভাঙচুর

কোন্দলই বিএনপির বড় সংকট