মৌলভীবাজারের কমলগঞ্জে একাধিক ডাকাতি মামলার পরোয়ানাভুক্ত পলাতক আসামি করিম মিয়াকে (৪০) গ্রেপ্তার করেছে কমলগঞ্জ থানা-পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে করিম মিয়াকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃত করিম মিয়া উপজেলার কাটা বিল এলাকার আব্দুল হাফিজ মিয়ার ছেলে।
জানা যায়, গতকাল বুধবার রাতে কমলগঞ্জ থানার উপপরিদর্শক মহাদেব বাছারের নেতৃত্বে কমলগঞ্জ থানা-পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে কুরমা চাবাগান এলাকায় অভিযান চালায়। এ সময় গ্রেপ্তারকৃত করিম মিয়াকে গ্রেপ্তার করা হয়।
এ বিষয়ে কমলগঞ্জ থানার উপপরিদর্শক মহাদেব বাছার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, করিম মিয়ার বিরুদ্ধে একাধিক ডাকাতি মামলা রয়েছে। আজ সকালে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।