হোম > সারা দেশ > হবিগঞ্জ

ভারতে নির্যাতনের শিকার দুই বাংলাদেশি ফিরলেন দেশে, অতঃপর...

হবিগঞ্জ প্রতিনিধি

ভারতে নির্যাতনের শিকার দুই বাংলাদেশি কৃষক। ছবি: আজকের পত্রিকা

ভারতে নির্যাতনের শিকার দুই বাংলাদেশি কৃষককে দেশে ফিরিয়ে আনা হয়েছে। তাঁরা হলেন হবিগঞ্জের মাধবপুর উপজেলার তোফাজ্জল হোসেন (৫৩) ও জামাল মিয়া (৫৪)। জানা গেছে, সীমান্তে কৃষিকাজ করতে গিয়ে তাঁরা অনিচ্ছাকৃতভাবে ভারতের পশ্চিম ত্রিপুরার সিদাই এলাকায় ঢুকে পড়েন। এরপর ভারতীয় নাগরিকেরা তাঁদের চুরির অপবাদ দিয়ে ধরে মারধর করে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে, দুই বাংলাদেশিকে লাঠিসোঁটা দিয়ে পিটিয়ে আহত করা হচ্ছে এবং তাঁদের একজন ভারতীয় নিরাপত্তা সদস্যের পায়ে পড়ে সাহায্য চাইছেন। পরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) আহত অবস্থায় তাঁদের উদ্ধার করে। এরপর গত রোববার বিকেলে পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবির কাছে হস্তান্তর করা হয়।

এদিকে দেশে ফেরার পর তাদের বিরুদ্ধে ‘ভারতে অবৈধ অনুপ্রবেশের’ অভিযোগে বিজিবির পক্ষ থেকে মামলা করা হয়। ওই দিনই তাদের থানায় সোপর্দ করে হবিগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়।

ভুক্তভোগীদের স্বজনেরা দাবি করছেন, কৃষিকাজ করতে গিয়ে ভুলে সীমান্ত অতিক্রম করেছিলেন তাঁরা, কোনো অপরাধমূলক উদ্দেশ্য ছিল না। তাঁদের এমন মানবেতর পরিস্থিতির শিকার হওয়ার পর দেশে ফিরে কারাগারে পাঠানোয় হতবাক পরিবার।

এ বিষয়ে বিজিবি ৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিল আহমেদ আজকের পত্রিকাকে বলেন, আইনি প্রক্রিয়া অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে। বর্তমানে বিষয়টি বিচারাধীন।

হত্যা মামলায় বিয়ানীবাজার পৌর আ. লীগ সভাপতি গ্রেপ্তার

সিলেটে যেসব এলাকায় ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না বুধবার

চবি উপ-উপাচার্যের পদে থাকার নৈতিক অধিকার নেই: নাছির উদ্দীন

শাকসু নির্বাচন: ছাত্রদলের ২২ সদস্যের প্যানেল ঘোষণা, নারী প্রার্থী একজন ও মুক্তিযুদ্ধ সম্পাদক পদ ফাঁকা

বেড়িবাঁধের মাটি কাটার সময় মাটিচাপায় শ্রমিকের মৃত্যু

সিলেটে সিএনজিচালিত অটোরিকশা ছিনতাইয়ের জন্য চালককে হত্যা

মৌলভীবাজারের ৪টি আসন: নজরে চা-বাগান ও নতুন ভোটার

সিলেটে নিখোঁজ যুবকের হাত-পা ও মুখ বাঁধা লাশ উদ্ধার

নবীগঞ্জে ইটভাটার মালিককে ৩ লাখ টাকা জরিমানা

সিলেট বিভাগে ৩ প্রবাসী, ১ ব্যবসায়ী ও ১ শিক্ষার্থীকে প্রার্থী করল এনসিপি