হোম > অপরাধ > সিলেট

চুনারুঘাটে ধর্ষণ মামলায় পুলিশ সদস্য কারাগারে 

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি

হবিগঞ্জের চুনারুঘাটে বিয়ের আশ্বাস দিয়ে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে করা মামলায় এক পুলিশ সদস্যকে কারাগারে পাঠিয়েছেন আদালত। 

গতকাল রোববার রাতে হবিগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক ঝুমু সরকার এ নির্দেশ দেন। 

অভিযুক্ত পুলিশ সদস্যের নাম—শিবলু মিয়া। তিনি সিলেটে কর্মরত রয়েছেন বলে জানা গেছে। 

মামলা সূত্রে জানা যায়, চুনারুঘাট উপজেলার এক কলেজছাত্রীর সঙ্গে একই গ্রামের পুলিশ কনস্টেবল শিবলু মিয়ার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। প্রেমের সম্পর্কের জেরে ওই তরুণীকে বিয়ের প্রলোভন দিয়ে বিভিন্ন স্থানে নিয়ে শারীরিক সম্পর্ক গড়ে তোলে। একপর্যায়ে তিনি অন্তঃসত্ত্বা হয়ে পড়লে আনুষ্ঠানিকভাবে বিয়ের আশ্বাস দিয়ে গর্ভপাত ঘটান অভিযুক্ত শিবলু। 

সর্বশেষ গত ১৫ ফেব্রুয়ারি শিবলু ভুক্তভোগীকে নিয়ে সিলেটের একটি হোটেলে শারীরিক সম্পর্কে জড়ান। এরপর থেকে বিয়ের বিষয়ে টালবাহানা করতে শুরু করেন। পরে গত শুক্রবার রাতে ভুক্তভোগী ধর্ষণের অভিযোগে চুনারুঘাট থানায় মামলা করেন। 

পুলিশ বলছে, মামলার পরিপ্রেক্ষিতে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে চুনারুঘাট থানা-পুলিশ রোববার বিকেলে অভিযুক্ত শিবলু সিলেট থেকে গ্রেপ্তার করে। পরে তাঁকে হবিগঞ্জ আদালতে তোলা হলে আদালত তাঁর জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। 
 
এ বিষয়ে-চুনারুঘাট মাধবপুর সার্কেল সহকারী পুলিশ সুপার (এএসপি) নির্মলেন্দু চক্রবর্তী আজকের পত্রিকাকে বলেন, ‘ভুক্তভোগী নিজে বাদী হয়ে থানায় অভিযোগ দিয়েছেন। পরে সেটিকে মামলা হিসেবে রুজু করা হয়। এরপর রোববার শিবলুকে সিলেট থেকে গ্রেপ্তার করে কোর্টের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’ 

১৩ ঘণ্টা অবরুদ্ধ থাকার পরে মুক্ত শাবি ভিসি, প্রো-ভিসি

হাইকোর্টের স্থগিতাদেশের বিরুদ্ধে আপিলের রায়ের পরদিনই শাকসু নির্বাচন, সিন্ডিকেটে সিদ্ধান্ত

অবরুদ্ধ শাবিপ্রবির ভিসি ও প্রো-ভিসি, পদত্যাগ দাবি

শাকসু নির্বাচনের দাবিতে আজ রাত ৯টা পর্যন্ত শিক্ষার্থীদের আলটিমেটাম

রিটকারী ভিপি প্রার্থী মমিনুর রশিদ শুভকে শাবিতে অবাঞ্ছিত ঘোষণা

হাইকোর্টে শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে সিলেটে মহাসড়ক অবরোধ, তীব্র যানজট

শাকসু নির্বাচনের দাবিতে এবার প্রশাসনিক ভবনে তালা

কাল ভোট গ্রহণ: অনিশ্চয়তা কাটছে না শাকসু নির্বাচন নিয়ে

কর্তৃপক্ষের আশ্বাসে ৩৫ ঘণ্টা পর ওসমানীর শিক্ষানবিশ চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার

সিলেটে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল মামাতো ও ফুফাতো ভাইয়ের