জামালগঞ্জ (সুনামগঞ্জ): জামালগঞ্জে দুই কিশোরীকে অজ্ঞান করে ধর্ষণের অভিযোগ উঠেছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় জামালগঞ্জ থানায় এ নিয়ে একটি অভিযোগ দায়ের করা হয়।
অভিযুক্তরা হলেন, চাঁনপুর আবুরহাঁটি গ্রামের বজলু মিয়ার ছেলে আলমগীর হোসেন (২৫) ও হরমুজ আলীর ছেলে আবুল কালাম (২৬)।
জানা যায়, ধর্ষণের শিকার ওই দুই কিশোরী রাজধানীর কামরাঙ্গীরচরের একটি পোষাক কারখানায় কাজ করতেন। লকডাউনের কারণে সম্প্রতি পরিবারের সাথে তাঁরা চাঁনপুর আবুরহাঁটি গ্রামের নিজ বাড়িতে চলে যায়। গতকাল সোমবার সন্ধ্যায় পোষাক কারখানা খোলার খবর পেয়ে দুজনই ঢাকার উদ্দেশে বাড়ি ছাড়ার পর অভিযুক্ত আবুল কালামের টমটমে ওঠে। এ সময় আবুল কালাম তার বন্ধু আলমগীরকেও যাত্রীবেশে গাড়িতে ওঠায়। পরে ওই দুই কিশোরীকে জুসের সঙ্গে চেতনানাশক ওষুধ খাইয়ে একটি ক্ষেতে নিয়ে ধর্ষণ করা হয়।
স্থানীয়রা জানান, রাত ১১টার দিকে ওই দুই কিশোরীকে দেখতে পেয়ে তাঁরা স্বজনদের খবর দেন। পরে ওই দুই কিশোরীকে পরিবারের লোকজন, স্থানীয় মেম্বার ও প্রতিবেশীদের সহায়তায় জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থা গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ভিকটিমদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাইফুল আলম বলেন, মামলাটি প্রক্রিয়াধীন রয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারের জন্য সর্বাত্মক চেষ্টা চালানো হচ্ছে।