হোম > অপরাধ > রাজশাহী

বগুড়ায় স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

বগুড়া প্রতিনিধি

বগুড়ায় স্ত্রীকে হত্যার দায়ে স্বামী সোবহান আলীকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ২০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে বগুড়া অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক বেগম রুবাইয়া ইয়াসমিন এই রায় দেন। এ সময় আসামি সোবহান আলী আদালতে উপস্থিত ছিলেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত সরকারি কৌঁসুলি (এপিপি) পদ্ম কুমার দেব এসব তথ্য নিশ্চিত করেন।

দণ্ডপ্রাপ্ত সোবহান আলী বগুড়ার সোনাতলা উপজেলার সোনাকানিয়া গ্রামের বাসিন্দা। নিহতের নাম সুলতানা রুমা। ১০ বছর আগে স্ত্রী রুমাকে হত্যা করেন সোবহান।

পদ্ম কুমার দেব জানান, ২০১২ সালের ১৮ নভেম্বর রাতে রুমাকে শ্বাসরোধে করে হত্যা করা হয়। পরদিন সকালে ধারালো অস্ত্র দিয়ে তার গলা কেটে মরদেহ বাড়ির উঠানে ফেলে রাখা হয়। এ ঘটনায় নিহত রুমার মা রোকেয়া বেগম বাদী হয়ে সোনাতলা থানায় সোবহানকে আসামি করে মামলা করেন।

কৌঁসুলি আরও জানান, রুমার কাছে কিছু টাকা দাবি করেন সোবহান। কিন্তু রুমা তাঁকে টাকা দিতে অস্বীকৃতি জানান। এতে ক্ষিপ্ত হয়ে রুমাকে হত্যা করেন তাঁর স্বামী সোবহান। 

এনসিপির রাজশাহী জেলা ও মহানগর কমিটির দ্বন্দ্বের জেরে দুই কমিটিই স্থগিত

নাটোরে আদালত প্রাঙ্গণে দুপক্ষের সংঘর্ষ, আটক ৩

রাকসু জিএস আম্মারের ‘মানসিক চিকিৎসা’র দাবিতে ছাত্রদলের মানববন্ধন

আচরণবিধি লঙ্ঘন: জামায়াতের নায়েবে আমিরকে শোকজ

তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে টানানো ব্যানার সরিয়ে আম্মারের ভিডিও পোস্ট

দেশকে পাল্টে দিতে গণভোটে ‘হ্যাঁ’ দিতে হবে: স্বাস্থ্য উপদেষ্টা

নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে ১ লাখ পুলিশকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

রাবিতে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু, আসনপ্রতি লড়ছেন ৫৯ পরীক্ষার্থী

ভর্তি পরীক্ষায় বসে বাবাকে প্রশ্নপত্রের ছবি পাঠাতে গিয়ে ধরা

রাবিতে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত