হোম > অপরাধ > রাজশাহী

বগুড়ায় স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

বগুড়া প্রতিনিধি

বগুড়ায় স্ত্রীকে হত্যার দায়ে স্বামী সোবহান আলীকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ২০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে বগুড়া অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক বেগম রুবাইয়া ইয়াসমিন এই রায় দেন। এ সময় আসামি সোবহান আলী আদালতে উপস্থিত ছিলেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত সরকারি কৌঁসুলি (এপিপি) পদ্ম কুমার দেব এসব তথ্য নিশ্চিত করেন।

দণ্ডপ্রাপ্ত সোবহান আলী বগুড়ার সোনাতলা উপজেলার সোনাকানিয়া গ্রামের বাসিন্দা। নিহতের নাম সুলতানা রুমা। ১০ বছর আগে স্ত্রী রুমাকে হত্যা করেন সোবহান।

পদ্ম কুমার দেব জানান, ২০১২ সালের ১৮ নভেম্বর রাতে রুমাকে শ্বাসরোধে করে হত্যা করা হয়। পরদিন সকালে ধারালো অস্ত্র দিয়ে তার গলা কেটে মরদেহ বাড়ির উঠানে ফেলে রাখা হয়। এ ঘটনায় নিহত রুমার মা রোকেয়া বেগম বাদী হয়ে সোনাতলা থানায় সোবহানকে আসামি করে মামলা করেন।

কৌঁসুলি আরও জানান, রুমার কাছে কিছু টাকা দাবি করেন সোবহান। কিন্তু রুমা তাঁকে টাকা দিতে অস্বীকৃতি জানান। এতে ক্ষিপ্ত হয়ে রুমাকে হত্যা করেন তাঁর স্বামী সোবহান। 

গণভোটের ব্যালটের টিক চিহ্ন মানেই ঠিক: আলী রীয়াজ

ট্রায়াল দেওয়ার নামে গাড়ি নিয়ে লাপাত্তা যুবদল নেতাকে বহিষ্কার

ব্রেনের চিকিৎসা করতেন এইচএসসি পাস নুরুল, ৬ মাসের জেল

দুই সহযোগীসহ ‘চাঁদাবাজ’ চান সওদাগর আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

লবণের কার্গো ট্রাকে মিলল ১২৬ কেজি গাঁজা

জামায়াতে ইসলামীতে কেউ স্বাধীনতাবিরোধী নয়: মেজর আখতারুজ্জামান

দেশে ১৭ লাখ ৮০ হাজার শিশু শ্রমে নিযুক্ত: সচিব

রাজশাহীতে হেরোইনসহ দম্পতি গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে ২ ভারতীয় নাগরিক আটক, বিএসএফের কাছে হস্তান্তর

প্রক্সির মাধ্যমে ভর্তি হওয়া রাবির তিন শিক্ষার্থীকে বহিষ্কার