হোম > অপরাধ > রাজশাহী

সিরাজগঞ্জে বিএনপির ২১ নেতা-কর্মীর স্থায়ী জামিন

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়ন বিএনপির সভাপতি রফিক সরকারসহ ২১ নেতা-কর্মীকে স্থায়ী জামিন দিয়েছেন আদালত। আজ রোববার সকালে শুনানি শেষে বিচারক ফজলে খোদা মো. নাজির তাঁদের জামিন মঞ্জুর করেছেন। 

জানা গেছে, আজ সকালে ওই নেতা-কর্মীরা আইনজীবীর মাধ্যমে জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে স্থায়ী জামিনের আবেদন করেন। সয়দাবাদ ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক রিগ্যানের দায়ের করা মামলায় তাঁরা জামিনের আবেদন করেন। 

আসামিপক্ষের আইনজীবী নাজমুল ইসলাম ও আদালতের পিপি আব্দুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, রফিক সরকারসহ ২১ নেতা-কর্মী আত্মসমর্পণ করে স্থায়ী জামিনের আবেদন করলে তা মঞ্জুর করা হয়। 

উল্লেখ্য, গত বছরের ২ নভেম্বর সদর উপজেলার সয়দাবাদে আওয়ামী লীগ ও বিএনপি নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক রিগ্যান বাদী হয়ে বিএনপির ৩০ নেতা-কর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১৫ জনকে আসামি করে সিরাজগঞ্জ সদর থানায় মামলা দায়ের করেন। ওই মামলায় নেতা-কর্মীর হাইকোর্ট থেকে ছয় সপ্তাহের আগাম জামিন নেন। আজ স্থায়ী জামিন নিলেন তাঁরা।

রাজশাহীতে র‍্যাবের অভিযানে আগ্নেয়াস্ত্র উদ্ধার

রাজশাহীর চরাঞ্চলে শিয়ালের আতঙ্ক, এক রাতে আক্রান্ত ২০০ গরু

বগুড়ায় বিএনপির মিছিলে হামলার মামলায় শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার

ওসমান হাদি হত্যার বিচার দাবিতে রাজশাহীতে শিক্ষার্থীদের অবস্থান

সিরাজগঞ্জে লাশবাহী গাড়ির সঙ্গে সিমেন্টবোঝাই ট্রাকের সংঘর্ষ, আহত ২

যুবকের হাত-পা কেটে দেওয়ার অভিযোগ জামায়াত-শিবিরের কর্মীদের বিরুদ্ধে

চিড়িয়াখানা ফাঁকা করে আবার প্রাণ ফেরানোর চেষ্টায় রাসিক

কৃষকেরা ধানের বীজতলা পলিথিন দিয়ে ঢেকে রাখেন যে কারণে

প্রাথমিকের শতভাগ বই এলেও সংকট মাধ্যমিকে

নারীকে গলা কেটে হত্যা, সাবেক স্বামী আটক