হোম > অপরাধ > রাজশাহী

সাড়ে চার বছরের শিশুকে ধর্ষণচেষ্টায় ১৬ বছরের কিশোর গ্রেপ্তার

প্রতিনিধি, ঈশ্বরদী 

পাবনার ঈশ্বরদীতে সাড়ে চার বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ১৬ বছরের এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার ভোর সোয়া পাঁচটার দিকে ওই কিশোরকে গ্রেপ্তার করা হয়। 

পুলিশ সূত্রে জানা যায়, বহরপুর আশ্রয়ণ প্রকল্পের ভেতরে শিশু ও কিশোরটির পরিবার নিকটবর্তী বাড়িতে বসবাস করে। গত বুধবার বিকেল সাড়ে পাঁচটার দিকে শিশুটি তার ঘরে খেলা করছিল। শিশুটির মা-বাবা তখন বাড়িতে ছিলেন না। এই সুযোগে শিশুটিকে একা পেয়ে ঘরে ঢুকে ধর্ষণের চেষ্টা করে ওই কিশোর। ভয়ে শিশুটি চিৎকার–চেঁচামেচি করলে তার মা ও প্রতিবেশীরা এগিয়ে আসেন। এ সময় তাঁদের দেখে দ্রুত পালিয়ে যায় ওই কিশোর। ঘটনার পর শিশুটির মা ওই দিন রাতে থানায় লিখিত অভিযোগ করেন। পরে গোপন সংবাদের ভিত্তিতে আজ ভোর সোয়া পাঁচটায় ঈশ্বরদী থানার উপপরিদর্শক (এসআই) মো. জাকির হোসেনের নেতৃত্বে অভিযান চালিয়ে ওই কিশোরকে গ্রেপ্তার করা হয়।

এ বিষয়ে এসআই জাকির হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়ের করা মামলায় আজ ভোর থেকে কিশোরকে গ্রেপ্তার দেখানো হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই কিশোর ধর্ষণচেষ্টার কথা স্বীকার করেছে। তাকে আদালতে পাঠানো হচ্ছে।

ট্রায়াল দেওয়ার নামে গাড়ি নিয়ে লাপাত্তা যুবদল নেতাকে বহিষ্কার

ব্রেনের চিকিৎসা করতেন এইচএসসি পাস নুরুল, ৬ মাসের জেল

দুই সহযোগীসহ ‘চাঁদাবাজ’ চান সওদাগর আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

লবণের কার্গো ট্রাকে মিলল ১২৬ কেজি গাঁজা

জামায়াতে ইসলামীতে কেউ স্বাধীনতাবিরোধী নয়: মেজর আখতারুজ্জামান

দেশে ১৭ লাখ ৮০ হাজার শিশু শ্রমে নিযুক্ত: সচিব

রাজশাহীতে হেরোইনসহ দম্পতি গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে ২ ভারতীয় নাগরিক আটক, বিএসএফের কাছে হস্তান্তর

প্রক্সির মাধ্যমে ভর্তি হওয়া রাবির তিন শিক্ষার্থীকে বহিষ্কার

সীমান্ত দিয়ে আসা অস্ত্র দেশের নিরাপত্তার জন্য হুমকি: বিজিবির রাজশাহী সেক্টর কমান্ডার