হোম > অপরাধ > রাজশাহী

সাড়ে চার বছরের শিশুকে ধর্ষণচেষ্টায় ১৬ বছরের কিশোর গ্রেপ্তার

প্রতিনিধি, ঈশ্বরদী 

পাবনার ঈশ্বরদীতে সাড়ে চার বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ১৬ বছরের এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার ভোর সোয়া পাঁচটার দিকে ওই কিশোরকে গ্রেপ্তার করা হয়। 

পুলিশ সূত্রে জানা যায়, বহরপুর আশ্রয়ণ প্রকল্পের ভেতরে শিশু ও কিশোরটির পরিবার নিকটবর্তী বাড়িতে বসবাস করে। গত বুধবার বিকেল সাড়ে পাঁচটার দিকে শিশুটি তার ঘরে খেলা করছিল। শিশুটির মা-বাবা তখন বাড়িতে ছিলেন না। এই সুযোগে শিশুটিকে একা পেয়ে ঘরে ঢুকে ধর্ষণের চেষ্টা করে ওই কিশোর। ভয়ে শিশুটি চিৎকার–চেঁচামেচি করলে তার মা ও প্রতিবেশীরা এগিয়ে আসেন। এ সময় তাঁদের দেখে দ্রুত পালিয়ে যায় ওই কিশোর। ঘটনার পর শিশুটির মা ওই দিন রাতে থানায় লিখিত অভিযোগ করেন। পরে গোপন সংবাদের ভিত্তিতে আজ ভোর সোয়া পাঁচটায় ঈশ্বরদী থানার উপপরিদর্শক (এসআই) মো. জাকির হোসেনের নেতৃত্বে অভিযান চালিয়ে ওই কিশোরকে গ্রেপ্তার করা হয়।

এ বিষয়ে এসআই জাকির হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়ের করা মামলায় আজ ভোর থেকে কিশোরকে গ্রেপ্তার দেখানো হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই কিশোর ধর্ষণচেষ্টার কথা স্বীকার করেছে। তাকে আদালতে পাঠানো হচ্ছে।

নাটোরে আদালত প্রাঙ্গণে দুপক্ষের সংঘর্ষ, আটক ৩

রাকসু জিএস আম্মারের ‘মানসিক চিকিৎসা’র দাবিতে ছাত্রদলের মানববন্ধন

আচরণবিধি লঙ্ঘন: জামায়াতের নায়েবে আমিরকে শোকজ

তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে টানানো ব্যানার সরিয়ে আম্মারের ভিডিও পোস্ট

দেশকে পাল্টে দিতে গণভোটে ‘হ্যাঁ’ দিতে হবে: স্বাস্থ্য উপদেষ্টা

নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে ১ লাখ পুলিশকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

রাবিতে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু, আসনপ্রতি লড়ছেন ৫৯ পরীক্ষার্থী

ভর্তি পরীক্ষায় বসে বাবাকে প্রশ্নপত্রের ছবি পাঠাতে গিয়ে ধরা

রাবিতে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

‎রাবিতে ভর্তি পরীক্ষায় ডিপসিক এআইয়ে উত্তর খুঁজছিল এক পরীক্ষার্থী