হোম > অপরাধ > রাজশাহী

ছাত্রকে যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি

নাটোরের বাগাতিপাড়ায় শিক্ষকের বিরুদ্ধে এক ছাত্রকে যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে। এ ঘটনায় গতকাল মঙ্গলবার রাতে অভিযুক্ত শিক্ষক মিজানুর রহমান বাবুকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ওই শিক্ষক উপজেলার ইসলামিক স্কুলের হেফজ বিভাগের প্রধান শিক্ষক এবং গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার দুর্গাপুর গ্রামের মৃত খয়রাত উজ্জামানের ছেলে।

পুলিশ, স্থানীয় লোকজন ও অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার একটি ইসলামিক স্কুলের ১৪ বছর বয়সী এক ছাত্রকে গত ১৮ রমজান (২০ এপ্রিল) গভীর রাতে মাদ্রাসার খাবারকক্ষে ডেকে যৌন নিপীড়ন করেন শিক্ষক বাবু। এৎ ঘটনা কাউকে না জানানোর জন্য ভয় দেখালে সেই ছাত্র ভয়ে কাউকে না বলে বিষয়টি গোপন রাখে। পরে ঈদুল ফিতরের ছুটি শেষে মাদ্রাসা খুললে ওই ছাত্র মাদ্রাসায় যেতে চায় না। পরিবারের লোকজন চাপ সৃষ্টি করলে ওই ছাত্র ঘটনাটি তার মাকে জানায়। পরে বিষয়টি এলাকায় জানাজানি হলে গতকাল মঙ্গলবার রাত ৮টায় ওই ছাত্রের মা থানায় একটি লিখিত অভিযোগ করেন। সেই রাতেই মাদ্রাসা থেকে ওই শিক্ষককে গ্রেপ্তার করে পুলিশ।

এ বিষয়ে বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, মাদ্রাসাছাত্রের মা বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। পরে ওই রাতেই অভিযুক্ত শিক্ষক মিজানুর রহমান বাবুকে গ্রেপ্তার করা হয়। আসামির বিরুদ্ধে মামলা হয়েছে।

ট্রায়াল দেওয়ার নামে গাড়ি নিয়ে লাপাত্তা যুবদল নেতাকে বহিষ্কার

ব্রেনের চিকিৎসা করতেন এইচএসসি পাস নুরুল, ৬ মাসের জেল

দুই সহযোগীসহ ‘চাঁদাবাজ’ চান সওদাগর আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

লবণের কার্গো ট্রাকে মিলল ১২৬ কেজি গাঁজা

জামায়াতে ইসলামীতে কেউ স্বাধীনতাবিরোধী নয়: মেজর আখতারুজ্জামান

দেশে ১৭ লাখ ৮০ হাজার শিশু শ্রমে নিযুক্ত: সচিব

রাজশাহীতে হেরোইনসহ দম্পতি গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে ২ ভারতীয় নাগরিক আটক, বিএসএফের কাছে হস্তান্তর

প্রক্সির মাধ্যমে ভর্তি হওয়া রাবির তিন শিক্ষার্থীকে বহিষ্কার

সীমান্ত দিয়ে আসা অস্ত্র দেশের নিরাপত্তার জন্য হুমকি: বিজিবির রাজশাহী সেক্টর কমান্ডার