হোম > অপরাধ > রাজশাহী

ছাত্রকে যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি

নাটোরের বাগাতিপাড়ায় শিক্ষকের বিরুদ্ধে এক ছাত্রকে যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে। এ ঘটনায় গতকাল মঙ্গলবার রাতে অভিযুক্ত শিক্ষক মিজানুর রহমান বাবুকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ওই শিক্ষক উপজেলার ইসলামিক স্কুলের হেফজ বিভাগের প্রধান শিক্ষক এবং গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার দুর্গাপুর গ্রামের মৃত খয়রাত উজ্জামানের ছেলে।

পুলিশ, স্থানীয় লোকজন ও অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার একটি ইসলামিক স্কুলের ১৪ বছর বয়সী এক ছাত্রকে গত ১৮ রমজান (২০ এপ্রিল) গভীর রাতে মাদ্রাসার খাবারকক্ষে ডেকে যৌন নিপীড়ন করেন শিক্ষক বাবু। এৎ ঘটনা কাউকে না জানানোর জন্য ভয় দেখালে সেই ছাত্র ভয়ে কাউকে না বলে বিষয়টি গোপন রাখে। পরে ঈদুল ফিতরের ছুটি শেষে মাদ্রাসা খুললে ওই ছাত্র মাদ্রাসায় যেতে চায় না। পরিবারের লোকজন চাপ সৃষ্টি করলে ওই ছাত্র ঘটনাটি তার মাকে জানায়। পরে বিষয়টি এলাকায় জানাজানি হলে গতকাল মঙ্গলবার রাত ৮টায় ওই ছাত্রের মা থানায় একটি লিখিত অভিযোগ করেন। সেই রাতেই মাদ্রাসা থেকে ওই শিক্ষককে গ্রেপ্তার করে পুলিশ।

এ বিষয়ে বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, মাদ্রাসাছাত্রের মা বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। পরে ওই রাতেই অভিযুক্ত শিক্ষক মিজানুর রহমান বাবুকে গ্রেপ্তার করা হয়। আসামির বিরুদ্ধে মামলা হয়েছে।

এনসিপির রাজশাহী জেলা ও মহানগর কমিটির দ্বন্দ্বের জেরে দুই কমিটিই স্থগিত

নাটোরে আদালত প্রাঙ্গণে দুপক্ষের সংঘর্ষ, আটক ৩

রাকসু জিএস আম্মারের ‘মানসিক চিকিৎসা’র দাবিতে ছাত্রদলের মানববন্ধন

আচরণবিধি লঙ্ঘন: জামায়াতের নায়েবে আমিরকে শোকজ

তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে টানানো ব্যানার সরিয়ে আম্মারের ভিডিও পোস্ট

দেশকে পাল্টে দিতে গণভোটে ‘হ্যাঁ’ দিতে হবে: স্বাস্থ্য উপদেষ্টা

নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে ১ লাখ পুলিশকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

রাবিতে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু, আসনপ্রতি লড়ছেন ৫৯ পরীক্ষার্থী

ভর্তি পরীক্ষায় বসে বাবাকে প্রশ্নপত্রের ছবি পাঠাতে গিয়ে ধরা

রাবিতে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত