হোম > অপরাধ > রাজশাহী

ছাত্রকে যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি

নাটোরের বাগাতিপাড়ায় শিক্ষকের বিরুদ্ধে এক ছাত্রকে যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে। এ ঘটনায় গতকাল মঙ্গলবার রাতে অভিযুক্ত শিক্ষক মিজানুর রহমান বাবুকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ওই শিক্ষক উপজেলার ইসলামিক স্কুলের হেফজ বিভাগের প্রধান শিক্ষক এবং গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার দুর্গাপুর গ্রামের মৃত খয়রাত উজ্জামানের ছেলে।

পুলিশ, স্থানীয় লোকজন ও অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার একটি ইসলামিক স্কুলের ১৪ বছর বয়সী এক ছাত্রকে গত ১৮ রমজান (২০ এপ্রিল) গভীর রাতে মাদ্রাসার খাবারকক্ষে ডেকে যৌন নিপীড়ন করেন শিক্ষক বাবু। এৎ ঘটনা কাউকে না জানানোর জন্য ভয় দেখালে সেই ছাত্র ভয়ে কাউকে না বলে বিষয়টি গোপন রাখে। পরে ঈদুল ফিতরের ছুটি শেষে মাদ্রাসা খুললে ওই ছাত্র মাদ্রাসায় যেতে চায় না। পরিবারের লোকজন চাপ সৃষ্টি করলে ওই ছাত্র ঘটনাটি তার মাকে জানায়। পরে বিষয়টি এলাকায় জানাজানি হলে গতকাল মঙ্গলবার রাত ৮টায় ওই ছাত্রের মা থানায় একটি লিখিত অভিযোগ করেন। সেই রাতেই মাদ্রাসা থেকে ওই শিক্ষককে গ্রেপ্তার করে পুলিশ।

এ বিষয়ে বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, মাদ্রাসাছাত্রের মা বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। পরে ওই রাতেই অভিযুক্ত শিক্ষক মিজানুর রহমান বাবুকে গ্রেপ্তার করা হয়। আসামির বিরুদ্ধে মামলা হয়েছে।

রাজশাহীতে র‍্যাবের অভিযানে আগ্নেয়াস্ত্র উদ্ধার

রাজশাহীর চরাঞ্চলে শিয়ালের আতঙ্ক, এক রাতে আক্রান্ত ২০০ গরু

বগুড়ায় বিএনপির মিছিলে হামলার মামলায় শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার

ওসমান হাদি হত্যার বিচার দাবিতে রাজশাহীতে শিক্ষার্থীদের অবস্থান

সিরাজগঞ্জে লাশবাহী গাড়ির সঙ্গে সিমেন্টবোঝাই ট্রাকের সংঘর্ষ, আহত ২

যুবকের হাত-পা কেটে দেওয়ার অভিযোগ জামায়াত-শিবিরের কর্মীদের বিরুদ্ধে

চিড়িয়াখানা ফাঁকা করে আবার প্রাণ ফেরানোর চেষ্টায় রাসিক

কৃষকেরা ধানের বীজতলা পলিথিন দিয়ে ঢেকে রাখেন যে কারণে

প্রাথমিকের শতভাগ বই এলেও সংকট মাধ্যমিকে

নারীকে গলা কেটে হত্যা, সাবেক স্বামী আটক