হোম > অপরাধ > রাজশাহী

জয়পুরহাটে ছোট বোনকে উত্ত্যক্ত করার প্রতিবাদে যুবক খুন, আহত ৪

জয়পুরহাট প্রতিনিধি

ছোট বোনকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় মইনুল ইসলাম (২০) নামের এক যুবক মারা গিয়েছেন। আজ মঙ্গলবার সকালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এতে আহত হয়েছেন ভুক্তভোগীর আরও চারজন স্বজন। আজ বিকেলে অভিযুক্ত আব্দুল হাকিমকে (২৫) পুলিশ গ্রেপ্তার করেছে।

মইনুল জয়পুরহাট সদর উপজেলার জগদিশপুর গ্রামের আলম হোসেনের ছেলে ও অভিযুক্ত খুনি আব্দুল হাকিম একই গ্রামের মোস্তফা হোসেনের ছেলে।

ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, হাকিম দীর্ঘদিন ধরে মইনুলের ছোট বোনকে বিভিন্নভাবে কু-প্রস্তাবসহ উত্ত্যক্ত করে আসছিলেন। এর প্রতিবাদ করায় গত রোববার সন্ধ্যায় হাকিম ধারালো অস্ত্র দিয়ে মইনুল ও তাঁর মা, ভাই, ভাইয়ের শ্যালক ও এক প্রতিবেশীকে কুপিয়ে গুরুতর জখম করে। এ সময় এলাকাবাসী এগিয়ে আসলে হাকিম পালিয়ে যান। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করিয়ে দেন। আহতদের মধ্যে মইনুলের অবস্থা আশঙ্কাজনক হলে তাঁকে ওই রাতেই বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে মইনুল মারা যান। 

জয়পুরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম আলমগীর জাহান আজকের পত্রিকাকে জানান, এ ব্যাপারে আজ বিকেলে থানায় মামলা হয়। এরপর পুলিশ অভিযান চালিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময়, সীমান্তবর্তী উচনা নামক স্থান থেকে হাকিমকে গ্রেপ্তার করা হয়েছে।

সীমান্ত দিয়ে আসা অস্ত্র দেশের নিরাপত্তার জন্য হুমকি: বিজিবির রাজশাহী সেক্টর কমান্ডার

বাঘায় অস্ত্র, গুলিসহ যুবক আটক

রাজশাহীতে তাপমাত্রা নামল ৭ ডিগ্রিতে

রাজশাহীর ৬ আসন: দুই দলের ৮ প্রার্থীর ভরসা ধারের টাকা

গাড়িতে মিলল ৩৭ লাখ টাকা, এলজিইডির প্রকৌশলীর বিরুদ্ধে দুদকের মামলা

রাজশাহীতে ৯ স্বতন্ত্র প্রার্থীর সবার মনোনয়নপত্র বাতিল

র‍্যাব পরিচয়ে কম্বল বিতরণের কথা বলে ৫ লাখ টাকা আত্মসাৎ, প্রতারক গ্রেপ্তার

সিরাজগঞ্জে ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে যুবককে নির্যাতন করে হত্যার অভিযোগ বিএসএফের বিরুদ্ধে

‘ত্রুটিপূর্ণ হলফনামা’ দিয়েও বৈধ হলেন বিএনপির প্রার্থী