হোম > অপরাধ > রাজশাহী

মাদকের টাকার জন্য ‘স্ত্রীকে তিনতলা থেকে ফেলে দিয়ে’ পালালেন স্বামী

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহীতে ভবনের তিনতলা থেকে পড়ে এক নারী গুরুতর আহত হয়েছেন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি পুলিশকে বলেছেন, মাদক কেনার টাকা না পেয়ে তাঁর স্বামী তাঁকে লাথি দিয়ে ফেলে দিয়েছেন। 

আজ মঙ্গলবার বিকেলে নগরীর পাঠানপাড়া এলাকায় এ ঘটনার পর প্রতিবেশীরা তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে যান। 

টপি বেগম (৩০) নামে ওই গৃহবধূর অবস্থা আশঙ্কাজনক। ঘটনার পর তাঁর স্বামী অনিক পালিয়েছেন বলে বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহরাওয়ার্দী জানান। 

ভুক্তভোগী টপির বরাত দিয়ে ওসি সোহরাওয়ার্দী আজকের পত্রিকাকে বলেন, মাদকাসক্ত অনিক মাঝে মধ্যে টাকার জন্য স্ত্রীর সঙ্গে বাগ্‌বিতণ্ডা করতেন। সোমবার বিকেল ৩টার দিকে ‘কথা-কাটাকাটির একপর্যায়ে আনিক স্ত্রীকে লাথি মেরে তিনতলা থেকে ফেলে দেন’। স্থানীয়রা টপি বেগমকে রামেক হাসপাতালে নিয়ে যান। 

তিনি আরও বলেন, এ বিষয়ে থানায় কোনো অভিযোগ আসেনি। এরপরও পুলিশ অভিযুক্তকে আটকের চেষ্টা করছে। স্বজনেরা চাইলে এ নিয়ে মামলা করতে পারবেন। 

রামেক হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মাহমুদুল হাসান ফিরোজ আজকের পত্রিকাকে বলেন, ‘টপির কোমরে প্রচণ্ড ব্যথা, ভেতরে ক্ষতও থাকতে পারে। ওপর থেকে পড়ে যাওয়ার কারণে হাড় ভেঙে গেছে কিনা সেটি এক্স-রে করার পরে বলা যাবে। ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) রেখে তাঁর চিকিৎসা চলছে।’ 

‎রাবিতে ভর্তি পরীক্ষায় ডিপসিক এআই-এ উত্তর খুঁজছিলেন এক পরীক্ষার্থী

প্রতীক বরাদ্দের আগেই ফেসবুকে প্রচার, প্রার্থীকে আদালতে তলব

রাজশাহীতে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১

নির্বাচনে ব্যাপক প্রভাব কালোটাকার: বদিউল আলম

রাবিতে ভর্তি পরীক্ষা শুরু কাল, মানতে হবে যেসব নির্দেশনা

আচরণবিধি লঙ্ঘন: রাজশাহী-১ আসনের বিএনপির প্রার্থীকে আদালতে তলব

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের তিন কর্মকর্তাকে চাকরিচ্যুত

গণভোটের ব্যালটের টিক চিহ্ন মানেই ঠিক: আলী রীয়াজ

ট্রায়াল দেওয়ার নামে গাড়ি নিয়ে লাপাত্তা যুবদল নেতাকে বহিষ্কার

ব্রেনের চিকিৎসা করতেন এইচএসসি পাস নুরুল, ৬ মাসের জেল