হোম > অপরাধ > রাজশাহী

চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই: দুজন কারাগারে 

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি 

রাজশাহীর পুঠিয়ায় চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় দুজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়।

গত সোমবার জিউপাড়া ইউনিয়নের বিলমাড়িয়া এলাকা থেকে রাতে তাঁদের আটক করে পুলিশ। এ সময় ছিনতাই হওয়া অটোরিকশাটি উদ্ধার করা হয়।

গ্রেপ্তাররা হলেন বিলমাড়িয়া এলাকার অটোরিকশার মিস্ত্রি মোহাম্মদ আলী (৪৫) ও একই এলাকার তাঁর সহযোগী রাব্বি (৩০)। 

মামলার তদন্তকারী কর্মকর্তা ও বাঘা থানার উপপরিদর্শক (এসআই) সুজন চন্দ্র সরকার বলেন, অভিযুক্ত দুজনকে আটকের পর হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে। ছিনতাই হওয়া অটোরিকশাটি মোহাম্মদ আলির গ্যারেজ থেকে উদ্ধার করা হয়।

 
৫ ফেব্রুয়ারি ভোরে উপজেলার জিউপাড়া ইউনিয়নের সরিষাবাড়ি বাজারের পাশের একটি বিলে রেজাউল ইসলাম (৪২) নামের এক চালককে কুপিয়ে তাঁর অটোরিকশা ছিনতাই করা হয়। পরে স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় তাঁকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করেন। চালক রেজাউল ইসলাম নাটোর সদর উপজেলার জালালাবাদ গ্রামের আব্দুল করিমের ছেলে। এ ঘটনায় ওই দিন বাবা আব্দুল করিম বাদী হয়ে পুঠিয়া থানায় একটি অভিযোগ দেন।

দুয়ারেই বিষাক্ত ধোঁয়া দম বন্ধ পড়াশোনা

রাজশাহীতে কৃষক লীগ নেত্রী ও আ.লীগ সমর্থক আইনজীবীর মনোনয়নপত্র দাখিল

খালেদা জিয়ার মৃত্যু: শোকে স্তব্ধ বগুড়াবাসী

কম্বল নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৩

শিক্ষক নেটওয়ার্ক বন্ধের আহ্বান জানাচ্ছি: রাকসু জিএস আম্মার

রাজশাহী-৫ আসনে জামায়াতের প্রার্থী পরিবর্তন

রাজশাহী বিশ্ববিদ্যালয়: তহবিলের হিসাব না পেয়ে দৃশ্যত স্থবির রাকসু

রাজশাহীতে র‍্যাবের অভিযানে আগ্নেয়াস্ত্র উদ্ধার

রাজশাহীর চরাঞ্চলে শিয়ালের আতঙ্ক, এক রাতে আক্রান্ত ২০০ গরু

বগুড়ায় বিএনপির মিছিলে হামলার মামলায় শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার