হোম > অপরাধ > রাজশাহী

চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই: দুজন কারাগারে 

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি 

রাজশাহীর পুঠিয়ায় চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় দুজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়।

গত সোমবার জিউপাড়া ইউনিয়নের বিলমাড়িয়া এলাকা থেকে রাতে তাঁদের আটক করে পুলিশ। এ সময় ছিনতাই হওয়া অটোরিকশাটি উদ্ধার করা হয়।

গ্রেপ্তাররা হলেন বিলমাড়িয়া এলাকার অটোরিকশার মিস্ত্রি মোহাম্মদ আলী (৪৫) ও একই এলাকার তাঁর সহযোগী রাব্বি (৩০)। 

মামলার তদন্তকারী কর্মকর্তা ও বাঘা থানার উপপরিদর্শক (এসআই) সুজন চন্দ্র সরকার বলেন, অভিযুক্ত দুজনকে আটকের পর হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে। ছিনতাই হওয়া অটোরিকশাটি মোহাম্মদ আলির গ্যারেজ থেকে উদ্ধার করা হয়।

 
৫ ফেব্রুয়ারি ভোরে উপজেলার জিউপাড়া ইউনিয়নের সরিষাবাড়ি বাজারের পাশের একটি বিলে রেজাউল ইসলাম (৪২) নামের এক চালককে কুপিয়ে তাঁর অটোরিকশা ছিনতাই করা হয়। পরে স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় তাঁকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করেন। চালক রেজাউল ইসলাম নাটোর সদর উপজেলার জালালাবাদ গ্রামের আব্দুল করিমের ছেলে। এ ঘটনায় ওই দিন বাবা আব্দুল করিম বাদী হয়ে পুঠিয়া থানায় একটি অভিযোগ দেন।

সিরাজগঞ্জে লাশবাহী গাড়ির সঙ্গে সিমেন্টবোঝাই ট্রাকের সংঘর্ষ, আহত ২

যুবকের হাত-পা কেটে দেওয়ার অভিযোগ জামায়াত-শিবিরের কর্মীদের বিরুদ্ধে

চিড়িয়াখানা ফাঁকা করে আবার প্রাণ ফেরানোর চেষ্টায় রাসিক

কৃষকেরা ধানের বীজতলা পলিথিন দিয়ে ঢেকে রাখেন যে কারণে

প্রাথমিকের শতভাগ বই এলেও সংকট মাধ্যমিকে

নারীকে গলা কেটে হত্যা, সাবেক স্বামী আটক

দেশের সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে রাজশাহী

রাজশাহীতে প্রাথমিকের শতভাগ বই পৌঁছেছে, বিদ্যালয়গুলোতে যাচ্ছে নতুন বই

রাবি অফিসার সমিতি নির্বাচন: বিএনপিপন্থীদের নিরঙ্কুশ জয়, জামায়াতপন্থীদের ভরাডুবি

বিএনপিতে বিরোধ: রাজশাহীর ৪টি আসনে কোন্দল প্রকাশ্যে