হোম > অপরাধ > রাজশাহী

নাটোরে ১৫ হাজার কেজি ভেজাল গুড় জব্দ, জরিমানা

নাটোর প্রতিনিধি

নাটোরের গুরুদাসপুর ও সিংড়া উপজেলার ছয় ব্যবসাপ্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ১৫ হাজার ৫০০ কেজি ভেজাল গুড় জব্দ করা হয়েছে। পরে ওই ছয় প্রতিষ্ঠানের মালিককে ২ লাখ ৬৪ হাজার টাকা জরিমানা করেছেন ভোক্তা অধিকার ভ্রাম্যমাণ আদালত।

গতকাল বুধবার ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মেহেদী হাসান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই জরিমানার আদেশ দেন। 

দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন গুরুদাসপুরের মেসার্স ভাই ভাই ট্রেডার্সের মালিক মো. আব্দুল হান্নান শেখ, সিংড়ার সোহেল গুড় ভান্ডারের মালিক মো. সোহেল রানা, নুরুজ্জামান গুড় ভান্ডারের মালিক মো. নুরুজ্জামান ইসলাম, আজহারুল গুড় ভান্ডারের মালিক মো. আজহারুল ইসলাম, তৌফিকুল গুড় ভান্ডারের মালিক মো. তৌফিকুল ইসলাম ও শাহিন গুড় ভান্ডারের মালিক মো. শাহাদাৎ হোসেন শাহিন। 

নাটোর র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মো. ফরহাদ হোসেন জানান, গোপন সংবাদে জানা যায়, ওই সব প্রতিষ্ঠানে চিনির সিরাপ, ফিটকারি, রংসহ নানা উপকরণ মিশিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে ভেজাল গুড় তৈরি করা হচ্ছিল। পরে র‍্যাব ও জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর যৌথ অভিযান চালিয়ে ওই সব প্রতিষ্ঠান থেকে ১৫ হাজার ৫০০ কেজি ভেজাল গুড় এবং ৩৪ হাজার লিটার ভেজাল চিনির সিরাপ জব্দ করে। এরপর ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মেহেদী হাসান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ওই ছয় প্রতিষ্ঠানের মালিককে ২ লাখ ৬৪ হাজার টাকা জরিমানা করেন। সেই সঙ্গে ভেজাল গুড় ও গুড় তৈরির উপকরণ ধ্বংস করা হয়।

তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে টানানো ব্যানার সরিয়ে আম্মারের ভিডিও পোস্ট

দেশকে পাল্টে দিতে গণভোটে ‘হ্যাঁ’ দিতে হবে: স্বাস্থ্য উপদেষ্টা

নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে ১ লাখ পুলিশকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

রাবিতে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু, আসনপ্রতি লড়ছেন ৫৯ পরীক্ষার্থী

ভর্তি পরীক্ষায় বসে বাবাকে প্রশ্নপত্রের ছবি পাঠাতে গিয়ে ধরা

রাবিতে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

‎রাবিতে ভর্তি পরীক্ষায় ডিপসিক এআইয়ে উত্তর খুঁজছিল এক পরীক্ষার্থী

প্রতীক বরাদ্দের আগেই ফেসবুকে প্রচার, প্রার্থীকে আদালতে তলব

রাজশাহীতে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১

নির্বাচনে ব্যাপক প্রভাব কালোটাকার: বদিউল আলম