রাজশাহীর গোদাগাড়ী সীমান্ত দিয়ে ভারতে পাচারের চেষ্টার সময় ৭০ ভরি সোনার বারসহ মুক্তার হোসেন (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে বিজিবি। আজ বৃহস্পতিবার সকালে সোনার বারগুলো জব্দ করা হয়। গ্রেপ্তার মুক্তার হোসেন চাঁপাইনবাবগঞ্জের রাণীনগর (বকচর) গ্রামের মৃত সানাউল্লাহর ছেলে।
জিবির ৫৩ ব্যাটালিয়নের গোদাগাড়ী ক্যাম্পের সুবেদার আয়েন উদ্দিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পদ্মা নদীর হাটপাড়া খেয়াহাট এলাকায় নজরদারি বাড়ানো হয়। আজ সকালে ভারতে পাচারের উদ্দেশ্যে একটি নৌকায় করে সোনার বারগুলো পদ্মা পার করার চেষ্টা করছিল। এ সময় নৌকাটির গতিপথ রোধ করেন বিজিবি সদস্যরা। পরে তল্লাশি করে সোনার সাতটি বার জব্দ করা হয়। একেকটি বারের ওজন ১০ ভরি।
সুবেদার আরও বলেন, ঘটনার সময় নৌকায় থাকা মুক্তার হোসেনকে গ্রেপ্তার করা হয়। এ বিষয়ে গোদাগাড়ী মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।