বগুড়ার গাবতলীতে সড়কে পড়ে ছিল অজ্ঞাতনামা (৩৫) এক যুবকের মরদেহ। আজ মঙ্গলবার সকালে গাবতলী মডেল থানা-পুলিশ বগুড়া-সারিয়াকান্দি সড়কে সোন্দাবাড়ি মাদরাসা মোড় থেকে এই মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, গতকাল রাতের কোনো এক সময় যানবাহনের চাপায় এই ব্যক্তি নিহত হয়েছেন।
এ নিয়ে জানতে চাইলে গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সনাতন সরকার বলেন, ‘স্থানীয়রা আজ মঙ্গলবার সকালে সড়কে লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠিয়েছে। ধারণা করা হচ্ছে, গতকাল রাতের যেকোনো সময় যানবাহনের চাপায় মাথা থেঁতলে যায় এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। তবে তাঁর পরিচয় এখনো জানা যায়নি।’