সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ২০ লাখ টাকার হেরোইনসহ দুজন শীর্ষ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছেন র্যাব-১২ সদস্যরা। বুধবার (২৮ জুলাই) সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
গ্রেপ্তার দুজন হলেন রাজশাহীর গোদাগাড়ী উপজেলার ডুমুরিয়া গ্রামের মৃত আসাদুল ইসলামের মেয়ে আইভি খাতুন ময়না (৩১) ও একই জেলার বোয়ালিয়া উপজেলার শেকেরচক গ্রামের মৃত হারুন অর রশিদের মেয়ে সোমা খাতুন (৩০)।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে গোপন সাংবাদের ভিত্তিতে র্যাব-১২-এর সদর কোম্পানির একটি আভিযানিক দল উপজেলার সলঙ্গা থানার সিরাজগঞ্জ রোডে মাদকবিরোধী অভিযান চালায়। অভিযানে ২০০ গ্রাম হেরোইনসহ তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় মাদক ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত ৩টি মোবাইল ও ২ হাজার ১৫২ টাকা জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, এই মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে সিরাজগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিলেন।
পরে উদ্ধারকৃত আলামতসহ তাঁদের উপজেলার সলঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।