হোম > অপরাধ > রাজশাহী

প্রেমিকার মৃত্যুর ১৫ দিন পর প্রেমিকের আত্মহত্যা

সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি

বগুড়া সারিয়াকান্দিতে আদিব হাসান (১৪) নামে একজন স্কুলছাত্র আত্মহত্যা করেছে। আজ মঙ্গলবার দুপুর দেড়টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

সে উপজেলার ভেলাবাড়ী ইউপির জোড়গাছা পশ্চিম পাড়ার আব্দুল বারিকের ছেলে এবং জোড়গাছা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র।

জোড়গাছা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল বারীর জানান, স্কুলের এক সহপাঠীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে আদিবের। গত ১৫ দিন আগে ওই ছাত্রী গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করে। এরপর আবিদ গতকাল সোমবার গ্যাস ট্যাবলেট খেয়ে অসুস্থ হয়ে পরলে ওই দিন বিকেলে তাকে প্রথমে সারিয়াকান্দি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে রাতেই তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেলে ভর্তি করা হয়। এরপর আজ দুপুর দেড়টার দিকে সে মারা যায়।

বিষয়টি নিশ্চিত করে সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজেশ কুমার চক্রবর্তী বলেন, ‘বিষয়টি আমরা অবগত হয়েছি। যেহেতু সে বগুড়া মেডিকেলে মারা গেছে তাই মেডিকেল ফাঁড়ি থানায় এ বিষয়ে অপমৃত্যুর মামলা হবে।’ 

ভেকু দিয়ে যুবককে হত্যার ঘটনায় ৭ জনের বিরুদ্ধে মামলা

রাজশাহীতে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো আ.লীগ পরিত্যক্ত কার্যালয়

বগুড়ায় স্ত্রীকে হত্যা করে সেপটিক ট্যাংকে লাশ ফেলে থানায় নিখোঁজের জিডি

রাবিতে আওয়ামীপন্থী ডিনদের পদত্যাগের আলটিমেটাম রাকসুর জিএস আম্মারের

ঋত্বিক ঘটকের পৈতৃক ভিটা ভাঙচুরের সঙ্গে জড়িতদের শাস্তির দাবি

রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশন অভিমুখে যাত্রা, পুলিশি বাধায় পণ্ড

আবাদি জমিতে পুকুর খননে বাধা, কৃষককে এক্সকাভেটরের নিচে ফেলে হত্যা

ইউপি সদস্যের কার্যালয়ে আটকে রাখা ব্যক্তির লাশ উদ্ধার, নির্যাতনে মৃত্যুর অভিযোগ

রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশন অভিমুখে পদযাত্রায় পুলিশের বাধা, সড়ক অবরোধ

বৃক্ষরোপণে বদলে যাচ্ছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়