হোম > অপরাধ > রাজশাহী

গাব পাড়তে নিয়ে গিয়ে শিশুকে হত্যা, যুবকের যাবজ্জীবন

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জের সলঙ্গায় শিশু শুভ (৬) হত্যা মামলায় মদন চন্দ্র ভৌমিক নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার দুপুরে এ আদেশ দেন সিরাজগঞ্জের অতিরিক্ত দায়রা জজ মোহাম্মদ এরফান উল্লাহ। একই সঙ্গে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

দণ্ডপ্রাপ্ত মদন চন্দ্র ভৌমিক সলঙ্গা থানার চৌধুরী ঘুঘাট গ্রামের কুঠিশ্বর ভৌমিকের ছেলে।

শিশু শুভ একই গ্রামের শ্রী সুকুমার চন্দ্রের ছেলে।

মামলার অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, ২০১০ সালের ১১ অক্টোবর বিকেলে শুভকে গাছ থেকে গাব পেড়ে দেওয়ার কথা বলে ডেকে নিয়ে যান আসামি মদন চন্দ্র ভৌমিক। পরে সন্ধ্যায় শুভকে শ্বাসরোধে হত্যা করে একই গ্রামের ভবানী চন্দ্রের বাঁশঝাড়ে মরদেহ ফেলে রাখা হয়। এ ঘটনায় শিশুটির বাবা শ্রী সুকুমার চন্দ্র বাদী হয়ে মদন চন্দ্র ভৌমিক, তাঁর বাবা কুঠিশ্বর ভৌমিক ও মা সুমতি রানীকে আসামি করে সলঙ্গায় থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর থেকেই আসামি মদন চন্দ্র ভৌমিক পলাতক রয়েছেন। 

আদালতের স্টেনোগ্রাফার মাজিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, মামলায় ১১ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে মদন চন্দ্র ভৌমিককে যাবজ্জীবন কারাদণ্ড এবং তাঁর বাবা ও মাকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।

রাবিতে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু, আসনপ্রতি লড়ছেন ৫৯ পরীক্ষার্থী

ভর্তি পরীক্ষায় বসে বাবাকে প্রশ্নপত্রের ছবি পাঠাতে গিয়ে ধরা

রাবিতে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

‎রাবিতে ভর্তি পরীক্ষায় ডিপসিক এআইয়ে উত্তর খুঁজছিল এক পরীক্ষার্থী

প্রতীক বরাদ্দের আগেই ফেসবুকে প্রচার, প্রার্থীকে আদালতে তলব

রাজশাহীতে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১

নির্বাচনে ব্যাপক প্রভাব কালোটাকার: বদিউল আলম

রাবিতে ভর্তি পরীক্ষা শুরু কাল, মানতে হবে যেসব নির্দেশনা

আচরণবিধি লঙ্ঘন: রাজশাহী-১ আসনের বিএনপির প্রার্থীকে আদালতে তলব

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের তিন কর্মকর্তাকে চাকরিচ্যুত