হোম > অপরাধ > রাজশাহী

আদমদীঘিতে ভুয়া ডাক্তার আটক, জেলা-জরিমানা প্রদান 

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার আদমদীঘিতে আল সাফি ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড ক্লিনিকের নাক, কান, গলা বিশেষজ্ঞ ও সার্জন আব্দুর রশিদ সরকার নামে এক ভুয়া ডাক্তারকে আটক করেছে বগুড়া র‍্যাব-১২। আজ শনিবার সকালে অভিযান চালিয়ে তাঁকে হাতেনাতে আটক করা হয়। 

আটকের পর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আব্দুর রশিদ সরকারকে ৬ মাসের জেল ও ১ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও ২ মাসের কারাদণ্ড প্রদান করেন বগুড়া জেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রুপম দাস। এ সময় উপস্থিত ছিলেন র‍্যাবের ওডিডিএন এসআই রবিউল ইসলাম। 

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, কুমিল্লার মুরাদনগরের পিরকাসীমপুর দক্ষিণপাড়ার বাহার আলীর ছেলে পল্লিচিকিৎসক আব্দুর রশিদ সরকার বিগত ২০০৫ সাল থেকে দেশের বিভিন্ন স্থানে বিশেষজ্ঞ ও সার্জন পরিচয়ে চিকিৎসা প্রদান করে আসছিলেন। বগুড়ার আদমদীঘি আল-সাফি ডায়াগনস্টিক সেন্টারে গত কয়েক সপ্তাহ ধরে পল্লিচিকিৎসক আব্দুর রশিদ সরকার নাক, কান, গলা বিশেষজ্ঞ ও সার্জনের পরিচয় দিয়ে রোগীদের চিকিৎসা প্রদান করছেন। আজ সকালে গোপন সংবাদে বগুড়া র‍্যাব-১২ আল সাফি ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালায় এবং ভুয়া ডাক্তারকে হাতেনাতে আটক করেন। 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে অপরাধ স্বীকার করেন তিনি। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রুপম দাস ভুয়া ডাক্তার আব্দুর রশিদকে ৬ মাসের জেল ও ১ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও ২ মাসের জেল প্রদান করেন। 

এ বিষয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আজকের পত্রিকাকে বলেন, আব্দুর রশিদ একজন পল্লিচিকিৎসক। তিনি ভুয়া বিশেষজ্ঞ পরিচয় দিয়ে বিভিন্ন স্থানে চিকিৎসা প্রদান করছিলেন বলে স্বীকারোক্তি দেন। 

আচরণবিধি লঙ্ঘন: রাজশাহী-১ আসনের বিএনপির প্রার্থীকে আদালতে তলব

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের তিন কর্মকর্তাকে চাকরিচ্যুত

গণভোটের ব্যালটের টিক চিহ্ন মানেই ঠিক: আলী রীয়াজ

ট্রায়াল দেওয়ার নামে গাড়ি নিয়ে লাপাত্তা যুবদল নেতাকে বহিষ্কার

ব্রেনের চিকিৎসা করতেন এইচএসসি পাস নুরুল, ৬ মাসের জেল

দুই সহযোগীসহ ‘চাঁদাবাজ’ চান সওদাগর আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

লবণের কার্গো ট্রাকে মিলল ১২৬ কেজি গাঁজা

জামায়াতে ইসলামীতে কেউ স্বাধীনতাবিরোধী নয়: মেজর আখতারুজ্জামান

দেশে ১৭ লাখ ৮০ হাজার শিশু শ্রমে নিযুক্ত: সচিব

রাজশাহীতে হেরোইনসহ দম্পতি গ্রেপ্তার