হোম > অপরাধ > রাজশাহী

মাইক্রোবাসচালককে হত্যা মামলায় ৯ জনের যাবজ্জীবন

বগুড়া প্রতিনিধি

বগুড়ায় মাইক্রোবাসচালক নুরুল হক হত্যা মামলায় নয়জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন বগুড়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ আদালতের বিচারক হাবিবা মণ্ডল। আজ মঙ্গলবার দুপুরে জনাকীর্ণ আদালতে এ রায় ঘোষণা করেন তিনি। রায় ঘোষণাকালে ছয় আসামি আদালতে উপস্থিত ছিলেন। অপর তিন আসামি পলাতক রয়েছেন

আসামিরা হলেন-শাহিন, ইলিয়াস হোসেন, শাহাজুদ্দিন, নজরুল ইসলাম, রাসেল মিয়া, আমির হামজা, জালাল গাজী, রোকেয়া বেগম ও শাহিনুর রহমান। 

এ বিষয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী নাছিমুল বারী হলি বলেন, ২০১৫ সালের ২ জুলাই সকাল সাড়ে ৯টার দিকে শেরপুর উপজেলার মির্জাপুরের একটি আমবাগানের পুকুর থেকে অজ্ঞাত এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করে পুলিশ। মরদেহের হাত-পা গামছা দিয়ে বাঁধা ছিল। এ ঘটনায় শেরপুর থানার তৎকালীন উপপরিদর্শক সেরাজুল ইসলাম অজ্ঞাতনামা কয়েকজনদের আসামি করে মামলা দায়ের করেন। পরে পুলিশ জানতে পারে মরদেহটি মাইক্রোবাসচালক ও সুনামগঞ্জের আমবাড়ি বাজার এলাকার শওকত আলীর ছেলে নুরুল হকের। তিনি ওই দিন ঢাকা থেকে যাত্রী নিয়ে কুড়িগ্রামের উদ্দেশ্যে বের হন। পথে যাত্রীবেশী ছিনতাইকারীরা তাঁকে হত্যা করে মাইক্রোবাস নিয়ে পালিয়ে যান। 

এরই সূত্র ধরে পুলিশ কুড়িগ্রাম থেকে শাহীন, রাসেল ও নজরুলকে গ্রেপ্তার করে। পরে তাঁরা হত্যাকাণ্ডের দায় স্বীকার এবং বাকি আসামিদের নাম প্রকাশ করেন। পরবর্তীতে ২০১৮ সালে নয়জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেন তদন্তকারী কর্মকর্তা। পরে আদালত সাক্ষ্যপ্রমাণ সাপেক্ষে নয়জনকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন। 

রাজশাহী বিশ্ববিদ্যালয়: তহবিলের হিসাব না পেয়ে দৃশ্যত স্থবির রাকসু

রাজশাহীতে র‍্যাবের অভিযানে আগ্নেয়াস্ত্র উদ্ধার

রাজশাহীর চরাঞ্চলে শিয়ালের আতঙ্ক, এক রাতে আক্রান্ত ২০০ গরু

বগুড়ায় বিএনপির মিছিলে হামলার মামলায় শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার

ওসমান হাদি হত্যার বিচার দাবিতে রাজশাহীতে শিক্ষার্থীদের অবস্থান

সিরাজগঞ্জে লাশবাহী গাড়ির সঙ্গে সিমেন্টবোঝাই ট্রাকের সংঘর্ষ, আহত ২

যুবকের হাত-পা কেটে দেওয়ার অভিযোগ জামায়াত-শিবিরের কর্মীদের বিরুদ্ধে

চিড়িয়াখানা ফাঁকা করে আবার প্রাণ ফেরানোর চেষ্টায় রাসিক

কৃষকেরা ধানের বীজতলা পলিথিন দিয়ে ঢেকে রাখেন যে কারণে

প্রাথমিকের শতভাগ বই এলেও সংকট মাধ্যমিকে