বগুড়ার নন্দিগ্রামের ভাটগ্রাম ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জুলফিকার আলীর নির্বাচনী অফিস ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে।
জানা যায়, গতকাল দিবাগত রাত ৩টার দিকে ভাটগ্রাম ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের কাথম স্কুল মোড় এলাকায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর অস্থায়ী নির্বাচনী অফিসে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে।
এ বিষয়ে জুলফিকার আলী বলেন, ‘ভোটারদের মধ্যে ভীতি সৃষ্টি করার জন্য রাতে প্রতিপক্ষের লোকজন আমার নির্বাচনী অফিসে আগুন দিয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেব।’
নন্দিগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, এ ঘটনায় এখনো কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্তপূর্বক জড়িতদের আইনের আওতায় আনা হবে।