হোম > অপরাধ > রাজশাহী

লালপুরে বাবার হাসুয়ার কোপে ছেলে খুন

লালপুর (নাটোর) প্রতিনিধি

নাটোরের লালপুরে বাবার হাসুয়ার কোপে আব্দুল হাকিম (৪২) নামে এক ব্যক্তি খুন হয়েছেন। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার ওয়ালিয়া ইউনিয়নের বড়ময়না গ্রামে এ ঘটনা ঘটে। 

এ ঘটনায় অভিযুক্ত আজিজুর রহমান খলিফা (৬৫) ওই গ্রামের মৃত খাদেম মন্ডলের ছেলে। 

নিহতের স্ত্রী রিমা খাতুন পরি (২৫) জানান, বৃহস্পতিবার দুপুর সোয়া ৩টার দিকে তার স্বামী আব্দুল হাকিম ঈশ্বরদী পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে কাজ শেষে বাড়ি ফেরেন। এ সময় তাঁর শ্বশুর আজিজুর রহমান খলিফা এক ব্যক্তিকে জমি ইজারা দেওয়াকে কেন্দ্র করে শাশুড়ি হাফিজা বেগমসহ অন্য সন্তানদের সঙ্গে ঝগড়া করছিলেন। কথা-কাটাকাটি একপর্যায়ে তাঁর শ্বশুর আজিজুর রহমান খলিফা ব্যাগে রাখা হাসুয়া বের করে তাঁর স্বামী আব্দুল হাকিমের গলায় কোপ দেন। এ সময় তিনি বাধা দিতে গেলে তাঁকেও কোপ দেন। হাসুয়ার কোপে তার বাম হাতের কবজি কেটে গিয়ে আহত হন তিনি। পরিবারের লোকজন তাঁদের উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তার স্বামীকে মৃত ঘোষণা করেন। এরপর তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 

লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক হাসানুজ্জামান বলেন, স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসার আগেই আব্দুল হাকিম মারা যান। গলায় হাসুয়ার কোপে রক্তনালি কেটে যাওয়ায় অতিরিক্ত রক্তক্ষরণে তাঁর মৃত্যু হয়েছে। আহত রিমা খাতুন চিকিৎসাধীন রয়েছেন। 

নিহতের শাশুড়ি উপজেলার এবি ইউনিয়নের বরমহাটি গ্রামের আসেনারা বেগম ও শ্বশুর আব্দুর রহিম বলেন, ২০১১ সালে আব্দুল হাকিমের সঙ্গে তাঁর মেয়ে রিমা খাতুনের বিয়ে হয়। তাঁদের পায়েল (১১) ও পান্না (৭) নামে দুজন সন্তান রয়েছে। 

এ বিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহা. মোনোয়ারুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের মরদেহ লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। 

‘অপারেশন জিরো টলারেন্স ফর ফ্যাসিজম’ কর্মসূচি ঘোষণা রাকসুর জিএস আম্মারের

রাজশাহীতে ওসমান হাদির গায়েবানা জানাজা

প্রথম আলো, ডেইলি স্টারসহ সুশীল সংবাদপত্র অবশ্যই বন্ধ করতে হবে: রাকসু ভিপি

বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থীর মনোনয়ন ফরম তুললেন দণ্ডিত আসামি, খুঁজে পায় না পুলিশ

ভেকু দিয়ে যুবককে হত্যার ঘটনায় ৭ জনের বিরুদ্ধে মামলা

রাজশাহীতে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো আ.লীগ পরিত্যক্ত কার্যালয়

বগুড়ায় স্ত্রীকে হত্যা করে সেপটিক ট্যাংকে লাশ ফেলে থানায় নিখোঁজের জিডি

রাবিতে আওয়ামীপন্থী ডিনদের পদত্যাগের আলটিমেটাম রাকসুর জিএস আম্মারের

ঋত্বিক ঘটকের পৈতৃক ভিটা ভাঙচুরের সঙ্গে জড়িতদের শাস্তির দাবি

রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশন অভিমুখে যাত্রা, পুলিশি বাধায় পণ্ড