হোম > অপরাধ > রাজশাহী

সিরাজগঞ্জে সাবেক ইউপি চেয়ারম্যানকে হত্যার ঘটনায় মামলা

সিরাজগঞ্জ ও তাড়াশ প্রতিনিধি

সিরাজগঞ্জের তাড়াশে দেশীগ্রাম ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আব্দুল কুদ্দুস সরকারকে (৫৩) গুলি করে হত্যার ঘটনায় মামলা হয়েছে। আজ সোমবার বেলা সাড়ে তিনটার দিকে অজ্ঞাতনামা ১৫-২০ জনকে আসামি করে তাড়াশ থানায় মামলা দায়ের করেন নিহত ইউপি চেয়ারম্যানের বড় ছেলে রুহুল আমীন।

তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেছেন, ঘটনাটি তদন্তে পুলিশ কাজ করছে। জড়িতদের চিহ্নিত করার চেষ্টা চলছে। তাদের আইনের আওতায় আনা হবে। নিহত আব্দুল কুদ্দুস তাড়াশ উপজেলার দেশীগ্রাম ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি। 

গত শনিবার সন্ধ্যা সাতটার দিকে তাড়াশ উপজেলার দেশীগ্রাম ইউনিয়নের ভোগলমান চারমাথা বাজারে নিজের দোকানে বসেছিলেন সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল কুদ্দুস। এ সময় ২০-২৫ জন অস্ত্রধারী বাজারে আসে। তখন তারা হ্যান্ডমাইকে বাজারে আসা লোকজনকে বাজার ত্যাগ করার নির্দেশ দেয়। পাশাপাশি কয়েকটি ফাঁকা গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি করে। দুর্বৃত্তরা আব্দুল কুদ্দুসের দোকানে ঢুকে তাঁর ওপর উপর্যুপরি গুলি চালায়। এতে তিনি ঘটনাস্থলে নিহত হন। 

আওয়ামী লীগ নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল কুদ্দুস সরকারকে হত্যার ঘটনার পর থেকে এলাকায় মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

রাজশাহীর চরাঞ্চলে শিয়ালের আতঙ্ক, এক রাতে আক্রান্ত ২০০ গরু

বগুড়ায় বিএনপির মিছিলে হামলার মামলায় শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার

ওসমান হাদি হত্যার বিচার দাবিতে রাজশাহীতে শিক্ষার্থীদের অবস্থান

সিরাজগঞ্জে লাশবাহী গাড়ির সঙ্গে সিমেন্টবোঝাই ট্রাকের সংঘর্ষ, আহত ২

যুবকের হাত-পা কেটে দেওয়ার অভিযোগ জামায়াত-শিবিরের কর্মীদের বিরুদ্ধে

চিড়িয়াখানা ফাঁকা করে আবার প্রাণ ফেরানোর চেষ্টায় রাসিক

কৃষকেরা ধানের বীজতলা পলিথিন দিয়ে ঢেকে রাখেন যে কারণে

প্রাথমিকের শতভাগ বই এলেও সংকট মাধ্যমিকে

নারীকে গলা কেটে হত্যা, সাবেক স্বামী আটক

দেশের সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে রাজশাহী