হোম > অপরাধ > রাজশাহী

অপহরণের ২৭ দিন পর স্কুল ছাত্রী উদ্ধার

প্রতিনিধি, কাজীপুর (সিরাজগঞ্জ)

গত ৭ আগস্ট সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার বেরিপোটল গ্রামের বিয়ারা নূরনবী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্রী সাদিয়া আক্তার মীমকে অপহরণ করা হয়। অপহরণের ২৭ দিন পর মীমকে উদ্ধার করেছে স্থানীয় থানা পুলিশ। এ ঘটনায় অপহরণকারী সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার বেরিপোটল গ্রামের দুলাল তালুকদারের ছেলে রুনু তালুকদার (২৪) কে গ্রেপ্তার করা হয়। 

জানা গেছে, অপহরনকারী রুনু এবং অপহৃত স্কুলছাত্রী সাদিয়া আক্তার মীম একই গ্রামের বাসিন্দা। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে সিরাজগঞ্জ সদর উপজেলার হরিণা পিপুলবাড়িয়া বাজার এলাকা থেকে অপহৃত ওই ছাত্রীকে উদ্ধার ও অপহরনকারী রুনুকে গ্রেপ্তার করে কাজীপুর থানা পুলিশ। 

কাজীপুর থানা সূত্রে জানা গেছে, গত ৭ আগস্ট সকালে অ্যাসাইনমেন্ট জমা দিতে বিদ্যালয়ের উদ্যেশ্যে বাড়ি থেকে বের হয় মীম। কিন্তু বেলা গড়িয়ে সন্ধ্যা হলেও বাড়ি না ফেরায় সহপাঠী ও আত্মীয়স্বজনদের সঙ্গে যোগাযোগ করে মীমের কোনো সন্ধান পায়নি তাঁর পরিবার। পরে ওই দিন রাতেই কাজীপুর থানায় একটি সাধারণ ডায়েরি করে তাঁর পরিবার। 

পরদিন লোকমুখে তাঁর পরিবার জানতে পারে, মীমকে বিশেষ কৌশলে কাজীপুরের বেরিপোটল গ্রামের দুলাল তালুকদারের ছেলে রুনু তালুকদার (২৪) অপহরণ করে নিয়ে গেছে। রুনুর পরিবারের সঙ্গে যোগাযোগ করলে তাঁর মা-বাবা বিষয়টা স্বীকার করেন। অনেক খোঁজাখুঁজির একপর্যায়ে গত শুক্রবার রাতে মীমকে উদ্ধার ও রুনুকে গ্রেপ্তার করে পুলিশ। ওই দিন রাতেই অপহৃত ওই স্কুলছাত্রীর মা বাদী হয়ে রুনুসহ তিনজনের বিরুদ্ধে একটি মামলা করেন। 

কাজীপুর থানার ওসি পঞ্চ নন্দ সরকার জানান, গত শনিবার দুপুরে অপহরণকারী রুনুকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। অপহৃত ওই স্কুলছাত্রীকে তাঁর মায়ের জিম্মায় রাখা হয়েছে। 

রাজশাহীতে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১

নির্বাচনে ব্যাপক প্রভাব কালোটাকার: বদিউল আলম

রাবিতে ভর্তি পরীক্ষা শুরু কাল, মানতে হবে যেসব নির্দেশনা

আচরণবিধি লঙ্ঘন: রাজশাহী-১ আসনের বিএনপির প্রার্থীকে আদালতে তলব

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের তিন কর্মকর্তাকে চাকরিচ্যুত

গণভোটের ব্যালটের টিক চিহ্ন মানেই ঠিক: আলী রীয়াজ

ট্রায়াল দেওয়ার নামে গাড়ি নিয়ে লাপাত্তা যুবদল নেতাকে বহিষ্কার

ব্রেনের চিকিৎসা করতেন এইচএসসি পাস নুরুল, ৬ মাসের জেল

দুই সহযোগীসহ ‘চাঁদাবাজ’ চান সওদাগর আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

লবণের কার্গো ট্রাকে মিলল ১২৬ কেজি গাঁজা