হোম > অপরাধ > রাজশাহী

‘ক্রাইম পেট্রল’ দেখে গৃহবধূর হাত-পা বেঁধে ডাকাতি, ৩ ছাত্র গ্রেপ্তার পাবনায়

পাবনা প্রতিনিধি

পাবনায় কোচিং সেন্টারের শিক্ষক পরিচয় দিয়ে বাসায় ঢুকে গৃহবধূর হাত-পা বেঁধে ৭২ হাজার টাকা ও চার ভরি স্বর্ণালংকার ডাকাতির অভিযোগে তিন ছাত্রকে গ্রেপ্তার হয়েছে। তাঁরা অপরাধবিষয়ক টিভি সিরিজ ‘ক্রাইম পেট্রল’ দেখে এমন অপরাধমূলক কর্মকাণ্ডের কৌশল শিখেছেন বলে পুলিশ জানিয়েছে।

গ্রেপ্তার শিক্ষার্থীরা হলেন- পাবনার ঈশ্বরদী উপজেলার দীঘা গ্রামের লিখন হাসান (২৪), রাজশাহীর কাশিয়াডাঙ্গা থানার মিয়াপুর সুতাহাটি গ্রামের আব্দুল্লাহিল বাকি অনিক (২২) ও পাবনা সদর উপজেলার চরতারাপুরের ভাদুরিয়া ডাংগী গ্রামের আবুল বাশার (২১)। 

তাঁদের মধ্যে লিখন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের তৃতীয় বর্ষে; অনিক পাবনার সরকারি এডওয়ার্ড কলেজের ইংরেজি বিভাগের দ্বিতীয় বর্ষে পড়েন। আর বাশার বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতি নিচ্ছেন।

গতকাল মঙ্গলবার রাতে জেলা শহর থেকে গ্রেপ্তার করা হয় বলে আজ বুধবার সাংবাদিকদের বিস্তারিত জানান পাবনার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মাসুদ আলম। তাঁদের জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে তিনি বলেন, ‘ভারতীয় একটি চ্যানেলের অনুষ্ঠান ক্রাইম পেট্রল দেখে গ্রেপ্তার শিক্ষার্থীরা ছিনতাই-ডাকাতির কৌশল শেখেন। তাঁরা আরও কয়েকটি বাসায় ছিনতাইয়ের পরিকল্পনা করেছিলেন।’

অতিরিক্ত পুলিশ সুপার আরও বলেনন, ‘গত ১০ জানুয়ারি পাবনা শহরের এক বাসায় মেডিকেল রিপ্রেজেনটেটিভ পরিচয় দিয়ে ঢোকার চেষ্টা করেন গ্রেপ্তার শিক্ষার্থীরা। পরদিন দুপুরে তাঁরা পাবনার বড় বাজার এলাকায় কোচিং সেন্টারের শিক্ষক পরিচয় দিয়ে আরেকটি বাসায় ঢুকে এক গৃহবধূর হাত-পা বেঁধে ৭২ হাজার টাকা ও চার ভরি স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যান।’ 

মাসুদ আলম জানান, তথ্য প্রযুক্তি ব্যবহার ও সিসিটিভির ফুটেজ পর্যালোচনা করে গতকাল পাবনা শহরের বিভিন্ন এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় ৩১ হাজার টাকা, চার ভরি স্বর্ণালংকার ও আসামিদের ব্যবহৃত চারটি মোবাইল ফোন উদ্ধার হয়।

গ্রেপ্তার শিক্ষার্থীদের জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নিতে আদালতে আবেদন করা  হবে বলে তিনি জানান।

প্রতীক বরাদ্দের আগেই ফেসবুকে প্রচার, প্রার্থীকে আদালতে তলব

রাজশাহীতে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১

নির্বাচনে ব্যাপক প্রভাব কালোটাকার: বদিউল আলম

রাবিতে ভর্তি পরীক্ষা শুরু কাল, মানতে হবে যেসব নির্দেশনা

আচরণবিধি লঙ্ঘন: রাজশাহী-১ আসনের বিএনপির প্রার্থীকে আদালতে তলব

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের তিন কর্মকর্তাকে চাকরিচ্যুত

গণভোটের ব্যালটের টিক চিহ্ন মানেই ঠিক: আলী রীয়াজ

ট্রায়াল দেওয়ার নামে গাড়ি নিয়ে লাপাত্তা যুবদল নেতাকে বহিষ্কার

ব্রেনের চিকিৎসা করতেন এইচএসসি পাস নুরুল, ৬ মাসের জেল

দুই সহযোগীসহ ‘চাঁদাবাজ’ চান সওদাগর আটক, দেশীয় অস্ত্র উদ্ধার