হোম > অপরাধ > রাজশাহী

মটর ভাজার প্যাকেটে মিলেছে ইঁদুর 

প্রতিনিধি, পুঠিয়া (রাজশাহী)

রাজশাহীর পুঠিয়ায় মটর ভাজার একটি প্যাকেট খুলে ভেতরে মিলেছে পচা ইঁদুরের অংশ। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে পৌর এলাকার পুঠিয়া ডাউল মিলের সামনে এঘটনা ঘটে। এই নিয়ে এলাকাজুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। 
 
ভুক্তভোগী পৌরসভার ৭ নং ওয়ার্ডের বাসিন্দা সাইফুল ইসলাম বলেন, ‘গতকাল রাতে আমরা কয়েকজন বন্ধুরা মিলে লালনের চায়ের দোকানে আড্ডা দিচ্ছিলাম। সে সময় সকলে খাওয়ার জন্য ‘‘মাদার কোম্পানির’’ কয়েক প্যাকেট মটর ভাজা কিনি। এর মধ্যে একটি প্যাকেট খুলতেই দুর্গন্ধ বের হয়। পরে পুরো প্যাকেট খুলে ভেতরে দেখা যায় পচা ইঁদুরের অংশ। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করা হয়েছে।’ 

প্রত্যক্ষদর্শী আশাদুল ইসলাম বলেন, মটর ভাজার প্যাকেটে পচা ইঁদুর বের হওয়ার খবর পেয়ে ওই দোকানের সামনে অনেক লোকজন জড়ো হয়। এরপর সকলের সামনে ওই মটর ভাজার প্যাকেট সংরক্ষণ করে রাখা হয়েছে। 

দোকান মালিক লালন উদ্দিন বলেন, আমি নিয়মিত বিভিন্ন কোম্পানির খাবার কিনে বিক্রি করি। এই এলাকায় মাদার কোম্পানির একজন বিক্রয় প্রতিনিধি আছেন। তাঁর কাছ থেকে ওই মটর ভাজা গুলো কিনেছিলাম। এর মধ্যে একটি প্যাকেটের ভেতরে পচা ইঁদুরের অংশ পাওয়া গেছে। বিষয়টি ওই বিক্রয় প্রতিনিধিকে অবহিত করা হয়েছে। 

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরুল হাই মোহাস্মদ আনাছ বলেন, ভুক্তভোগী বিষয়টি আমাকে অবহিত করেছেন। তবে এ বিষয়ে ভোক্তা অধিকারে জানানো হয়েছে। তারা আসলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

শিশু সাজিদের মৃত্যু: মামলা করবে না পরিবার, ডিসি বললেন মামলা হবে

ব্যবসায়ীর দোকানে হামলা, মারধর করে টাকা লুটের অভিযোগ

স্কুলছাত্রীকে শ্লীলতাহানির মামলায় ছাত্রদল নেতা কারাগারে

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন ২১ ডিসেম্বর

সিরাজগঞ্জে অডিটরিয়ামের ওয়াশরুম থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

জয়পুরহাটে ট্রাক–ভ্যান সংঘর্ষে নিহত ১

সাজিদের মৃত্যুতে রাষ্ট্রের কাছে ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি

দুর্গাপুরে বধ্যভূমিতে শহীদদের স্মরণে শ্রদ্ধা ও মোনাজাত

রাকসুর জিএসকে ‘হত্যার হুমকি’ দিয়ে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার ফেসবুক পোস্ট

বগুড়ায় ট্রাক-অটোরিকশার সংঘর্ষে চালক নিহত, আহত তিন