হোম > অপরাধ > রাজশাহী

তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের পর মাথা ফাটাল অভিযুক্তরা

শেরপুর (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার শেরপুরে এক তরুণীকে (২২) বাড়ি থেকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের পর মাথা ফেটে জখম করার ঘটনা ঘটেছে। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

গতকাল বৃহস্পতিবার রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে। 

ভুক্তভোগী ওই নারী বলেন, ‘রাত ১২টার দিকে শৌচাগারের উদ্দেশে ঘর থেকে বের হই। এ সময় আবদুল মান্নান (৪২) নামে এক ব্যক্তি আমার মুখ বেঁধে জোরপূর্বক তুলে নেন। গ্রামের বাইরে মাঠের একটি গাছের নিচে নেন। সেখানে আগে থেকেই আরও চারজন অবস্থান করছিলেন। মান্নানসহ অপর চারজন ধর্ষণ করেন। পরে লাঠি দিয়ে মাথায় আঘাট করেন।’ 

ওই নারীর বাবা বলেন, ‘আমি এই ঘটনার বিচার চাই।’ 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক বলেন, ‘আজ শুক্রবার বেলা ১০টায় চিকিৎসার জন্য এই নারীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। মৌখিক বয়ান ও পরিস্থিতি দেখে তাঁকে ধর্ষণ করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।’ 

চিকিৎসক আরও বলেন, তাঁর মাথায় একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে তাঁকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। 

এ বিষয়ে শেরপুর থানা-পুলিশ পরিদর্শক (তদন্ত) লাল মিয়া বলেন, খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

এনসিপির রাজশাহী জেলা ও মহানগর কমিটির দ্বন্দ্বের জেরে দুই কমিটিই স্থগিত

নাটোরে আদালত প্রাঙ্গণে দুপক্ষের সংঘর্ষ, আটক ৩

রাকসু জিএস আম্মারের ‘মানসিক চিকিৎসা’র দাবিতে ছাত্রদলের মানববন্ধন

আচরণবিধি লঙ্ঘন: জামায়াতের নায়েবে আমিরকে শোকজ

তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে টানানো ব্যানার সরিয়ে আম্মারের ভিডিও পোস্ট

দেশকে পাল্টে দিতে গণভোটে ‘হ্যাঁ’ দিতে হবে: স্বাস্থ্য উপদেষ্টা

নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে ১ লাখ পুলিশকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

রাবিতে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু, আসনপ্রতি লড়ছেন ৫৯ পরীক্ষার্থী

ভর্তি পরীক্ষায় বসে বাবাকে প্রশ্নপত্রের ছবি পাঠাতে গিয়ে ধরা

রাবিতে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত