হোম > অপরাধ > রাজশাহী

প্রেমে বাধা: কিশোরকে তুলে নিয়ে সিগারেটের ছ্যাঁকা দিয়ে নির্যাতন

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় সিগারেটের ছ্যাঁকা দিয়ে এক কিশোরকে নির্যাতন করা হয়েছে। বখাটেরা এই শিক্ষার্থীকে ইটভাটায় উঠিয়ে নিয়ে গিয়ে নির্যাতন করেছে বলে অভিযোগ করেছে পরিবার। সিগারেটের ছ্যাঁকা দেওয়ার পাশাপাশি মারধরও করা হয়েছে তাকে।

গতকাল বুধবার সকালে এ ঘটনা ঘটে। আজ বৃহস্পতিবার সকালে তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ৩১ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। 

নির্যাতিত এই কিশোরের নাম সামিউল আলম (১৬)। সে গোদাগাড়ী স্কুল অ্যান্ড কলেজের এবারের এসএসসি পরীক্ষার্থী এবং গোদাগাড়ী পৌরসভার গড়েরমাঠ মহল্লার জাহাঙ্গীর আলমের ছেলে। ছেলেকে নির্যাতনের ঘটনায় বুধবার রাতে থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন মা হালিমা বেগম।

এতে বলা হয়েছে, গোদাগাড়ীর লস্করহাটি গ্রামের মেহেদী পলাশ (২৫), মহিশালবাড়ি আলীপুর মহল্লার আবদুল আওয়াল (২৫), গড়ের মাঠের মো. জাহিদ (১৪) এবং মাদারপুর মহল্লার শাহরিয়ার জয়সহ (১৮) আরও ৩-৪ জন সামিউলকে নির্যাতন করেছে। এলাকায় এরা বখাটে ও মাদকসেবী হিসেবে পরিচিত। শাহরিয়ার জয়ের বাবা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন। শাহরিয়ারও মাদক মামলার আসামি।

হাসপাতালে চিকিৎসাধীন শিক্ষার্থী সামিউল আলম জানায়, মেহেদী পলাশের সঙ্গে তার চাচাতো বোন কথা বলে। বোনকে মেহেদীর সঙ্গে কথা বলতে বারণ করে সে। এ কথা জেনে ক্ষিপ্ত হয়ে বুধবার সকাল সাড়ে ৭টার দিকে গোদাগাড়ীর ফায়ার সার্ভিসের মোড় থেকে মোটরসাইকেলে করে তুলে নিয়ে যাওয়া হয়। এরপর উপজেলা সদর ডাইংপাড়া মোড়ে তাকে মারধর করা হয়। এরপর আবার মোটরসাইকেলে তুলে লস্করহাটি গ্রামের একটি ইটভাটায় নিয়ে গিয়ে ছয়-সাতজন মিলে তাকে নির্যাতন করে। তার শরীরের বিভিন্ন স্থানে জ্বলন্ত সিগারেটের ছ্যাঁকা দেওয়া হয়। চড়-থাপ্পড়সহ লাঠি দিয়ে মারধর করা হয়। বেলা সাড়ে ১১টার দিকে সামিউলকে দিয়েই তার বন্ধুদের ফোন করিয়ে ডাকানো হয়। বন্ধুরা তাকে উদ্ধার করে সেদিনই গোদাগাড়ী ৩১ শয্যা হাসপাতালে ভর্তি করে। সেখান থেকে আজ তাকে রামেক হাসপাতালে স্থানান্তর করা হয়।

সামিউলের চাচা আবদুল হামিদ জানান, এ ঘটনায় মামলা করার জন্য থানায় অভিযোগ দেওয়া হয়েছে। তবে পুলিশ এখনো অভিযুক্তদের আটক করেনি। অভিযোগটিও মামলা হিসেবে রেকর্ড করা হয়নি। আজও অভিযুক্তরা মোটরসাইকেল নিয়ে এলাকায় দাপিয়ে বেড়িয়েছে বলে তিনি খবর পেয়েছেন।

জানতে চাইলে গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম বলেন, ‘ঘটনাটা তো খারাপ। আমরা গতকাল (বুধবার) লিখিত অভিযোগ পাওয়ার পর থেকেই অভিযুক্তদের আটকের চেষ্টা করছি। কিন্তু তাদের পাওয়া যাচ্ছে না। অভিযোগটি একজন এসআই তদন্ত করছেন। এ নিয়ে মামলা হবে। এ জন্য শিক্ষার্থীর স্বজনদের থানায় ডাকা হয়েছে।’

দুই ধান ব্যবসায়ীর ১০ লাখ টাকা ও কৃষকের তিনটি গরু চুরি

রাবিতে ৬ ডিনের চেম্বারে তালা, দায়িত্ব ছাড়তে রাজি হয়েছেন বলে জানালেন জিএস আম্মার

‘অপারেশন জিরো টলারেন্স ফর ফ্যাসিজম’ কর্মসূচি ঘোষণা রাকসুর জিএস আম্মারের

রাজশাহীতে ওসমান হাদির গায়েবানা জানাজা

প্রথম আলো, ডেইলি স্টারসহ সুশীল সংবাদপত্র অবশ্যই বন্ধ করতে হবে: রাকসু ভিপি

বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থীর মনোনয়ন ফরম তুললেন দণ্ডিত আসামি, খুঁজে পায় না পুলিশ

ভেকু দিয়ে যুবককে হত্যার ঘটনায় ৭ জনের বিরুদ্ধে মামলা

রাজশাহীতে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো আ.লীগ পরিত্যক্ত কার্যালয়

বগুড়ায় স্ত্রীকে হত্যা করে সেপটিক ট্যাংকে লাশ ফেলে থানায় নিখোঁজের জিডি

রাবিতে আওয়ামীপন্থী ডিনদের পদত্যাগের আলটিমেটাম রাকসুর জিএস আম্মারের