হোম > অপরাধ > রাজশাহী

পাবনায় নির্মাণ শ্রমিককে কুপিয়ে হত্যা

পাবনা প্রতিনিধি

পাবনা শহরে সোহাগ হোসেন (২৬) নামের এক নির্মাণ শ্রমিককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল মঙ্গলবার রাত ৮টার দিকে শহরের দিলালপুর সরকারি বালিকা বিদ্যালয়ের পাশে একটি ওষুধের দোকানের সামনে এ ঘটনা ঘটে।

নিহত সোহাগ পাবনা সদর উপজেলার দোগাছি ইউনিয়নের নতুন মাদারবাড়িয়া গ্রামের কামাল শেখের ছেলে। তিনি পেশায় নির্মাণশ্রমিক (স্যানিটারি মিস্ত্রি) ছিলেন। 

স্থানীয়রা জানান, সকালে তিনি কাজের উদ্যেশ্যে বাড়ি থেকে বের হয়ে যান। রাতে কাজ শেষে বাড়ি ফেরার পথে সরকারি বালিকা বিদ্যালয়ের পাশের ওষুধের দোকানে কয়েকজন যুবকের সঙ্গে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে সোহাগকে ছুরিকাঘাত করা হয়। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

নিহতের ছোট ভাই শুভ শেখ বলেন, ‘কার কি এমন ক্ষতি করল আমার ভাই, যে তাঁকে মেরেই ফেলতে হলো! যারা জড়িত তাদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তি দাবি করছি।’ 

সদর থানার ওসি আমিনুল ইসলাম বলেন, ধারণা করছি পূর্বশত্রুতার জেরে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, একটি ওষুধের দোকানে ওষুধ কেনার সময় একজনের সঙ্গে কথা-কাটাকাটি হয় সোহাগের। সেখান থেকে ফেরার পথে সোহাগকে কুপিয়ে হত্যা করে ওই যুবক। তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। 

ওসি বলেন, ‘হত্যাকাণ্ডের পরপরই আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠানোর পর বুধবার ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। হত্যার মূল রহস্য উদ্ঘাটনে আমরা কাজ করছি। পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’ 

তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে টানানো ব্যানার সরিয়ে আম্মারের ভিডিও পোস্ট

দেশকে পাল্টে দিতে গণভোটে ‘হ্যাঁ’ দিতে হবে: স্বাস্থ্য উপদেষ্টা

নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে ১ লাখ পুলিশকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

রাবিতে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু, আসনপ্রতি লড়ছেন ৫৯ পরীক্ষার্থী

ভর্তি পরীক্ষায় বসে বাবাকে প্রশ্নপত্রের ছবি পাঠাতে গিয়ে ধরা

রাবিতে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

‎রাবিতে ভর্তি পরীক্ষায় ডিপসিক এআইয়ে উত্তর খুঁজছিল এক পরীক্ষার্থী

প্রতীক বরাদ্দের আগেই ফেসবুকে প্রচার, প্রার্থীকে আদালতে তলব

রাজশাহীতে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১

নির্বাচনে ব্যাপক প্রভাব কালোটাকার: বদিউল আলম