হোম > অপরাধ > রাজশাহী

অক্সিজেন সংকটের প্রচার চালিয়ে সিলিন্ডার বেচার চেষ্টা, গ্রেপ্তার ৪

প্রতিনিধি, পাবনা

পাবনা জেনারেল হাসপাতালে অক্সিজেন সংকট আছে এমন প্রচার চালিয়ে সিলিন্ডার ব্যবসা করার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

আজ বৃহস্পতিবার দুপুরে গোয়েন্দা পুলিশের একটি দল তাঁদের আটকের পর ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। অপরাধ প্রমাণিত হওয়ায় চারজনকেই কারাদণ্ড দিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মামুন সরকার।

দণ্ডপ্রাপ্তরা হলেন, শহরের শালগাড়িয়া মহল্লার সুলতান হোসেনের ছেলে মাসুদুর রহমান (৪৫) ও শালগাড়িয়া শাপলা মোড়ের কাজী ফরহাদ হোসেনের ছেলে কাজী আকাশ (২৫) কে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে শালগাড়িয়ার আবু সাঈদের ছেলে আফজাল হোসেন (২৫) ও ঝন্টু হোসেনের ছেলে জীবন হোসেন (২২) কে ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়।

জানা যায়, হাসপাতালে অক্সিজেনের সংকট আছে, এমন প্রচার চালিয়ে অক্সিজেন সিলিন্ডারের ব্যবসা করতেন কিছু প্রতারক। হাসপাতাল চত্বর থেকে আজ এমন চারজনকে আটক করে ডিবি পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১৪টি অক্সিজেন সিলিন্ডারও জব্দ করা হয়।

পাবনার পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান বলেন, করোনার এই সময়ে সরকারি হাসপাতালের পরিবেশ নষ্ট করে অপপ্রচার চালিয়ে কেউ যে কোনো ধরনের সুবিধা হাসিলের চেষ্টা করলে তাদের বিরুদ্ধে পুলিশের অভিযান চলমান থাকবে।

তিনি বলেন, পাবনা জেনারেল হাসপাতালে অক্সিজেনের কোনো সংকট নেই। পাশাপাশি জেলায় বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন অসহায় রোগীদের বিনা মূল্যে অক্সিজেন সিলিন্ডার সরবরাহ করছেন, প্রয়োজনে তাঁদের সহযোগিতা নেওয়ার আহ্বান জানান পুলিশ সুপার।

শিক্ষক নেটওয়ার্ক বন্ধের আহ্বান জানাচ্ছি: রাকসু জিএস আম্মার

রাজশাহী-৫ আসনে জামায়াতের প্রার্থী পরিবর্তন

রাজশাহী বিশ্ববিদ্যালয়: তহবিলের হিসাব না পেয়ে দৃশ্যত স্থবির রাকসু

রাজশাহীতে র‍্যাবের অভিযানে আগ্নেয়াস্ত্র উদ্ধার

রাজশাহীর চরাঞ্চলে শিয়ালের আতঙ্ক, এক রাতে আক্রান্ত ২০০ গরু

বগুড়ায় বিএনপির মিছিলে হামলার মামলায় শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার

ওসমান হাদি হত্যার বিচার দাবিতে রাজশাহীতে শিক্ষার্থীদের অবস্থান

সিরাজগঞ্জে লাশবাহী গাড়ির সঙ্গে সিমেন্টবোঝাই ট্রাকের সংঘর্ষ, আহত ২

যুবকের হাত-পা কেটে দেওয়ার অভিযোগ জামায়াত-শিবিরের কর্মীদের বিরুদ্ধে

চিড়িয়াখানা ফাঁকা করে আবার প্রাণ ফেরানোর চেষ্টায় রাসিক