হোম > অপরাধ > রাজশাহী

জানালার সঙ্গে ঝুলছিল গৃহবধূর লাশ, প্রতিবেশীর দাবি হত্যা

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি 

রাজশাহীর পুঠিয়ায় বন্যা খাতুন (৩৫) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছেন পুলিশ। আজ মঙ্গলবার সকাল ৮টার দিকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। বন্যা উপজেলার জিউপাড়া ইউনিয়নের ডাঙাপাড়া গ্রামের নিজাম উদ্দিনের স্ত্রী।

এদিকে গৃহবধূর মৃত্যু নিয়ে তৈরি হয়েছে রহস্য। করেছেন প্রতিবেশীরা বলছেন, সোমবার রাতে গৃহবধূ বাড়িতে একাই ছিলেন। গলায় রশি দিয়ে ঘরের জানালার সঙ্গে ফাঁস দেওয়ার মতো বাঁধা অবস্থায় তাঁর লাশ পাওয়া যায়। পরিকল্পিতভাবে তাঁকে হত্যা করা হয়েছে বলে ধারণা তাঁদের।

মৃতের স্বামী নিজাম উদ্দিন জানান, তিনি নাটোরে একটি বেসরকারি কোম্পানিতে কাজ করেন। সোমবার রাতে তিনি নাইট শিফটে কাজ করছিলেন। সকালে বাড়ি ফিরে দেখেন ঘরের জানালার সঙ্গে ফাঁস দেওয়া অবস্থায় তাঁর স্ত্রীর লাশ।

নিজাম উদ্দিন বলেন, ‘বন্যা আমার দ্বিতীয় স্ত্রী। বিয়ের ১২ বছর হলেও এখনো সন্তান হয়নি। আমার সঙ্গে কখনো কোনো সমস্যাও হয়নি।’

জামাল হোসেন নামের একজন প্রতিবেশী বলেন, জানালার সঙ্গে যেভাবে ওই গৃহবধূর ফাঁস দেওয়া লাশ পাওয়া গেছে তা রহস্যজনক।

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দী হোসেন বলেন, খবর পেয়ে ওই গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের (রামেক) মর্গে পাঠানো হবে। প্রাথমিক তদন্তে তাঁর মৃত্যু অস্বাভাবিক লাগছে। 

এনসিপির রাজশাহী জেলা ও মহানগর কমিটির দ্বন্দ্বের জেরে দুই কমিটিই স্থগিত

নাটোরে আদালত প্রাঙ্গণে দুপক্ষের সংঘর্ষ, আটক ৩

রাকসু জিএস আম্মারের ‘মানসিক চিকিৎসা’র দাবিতে ছাত্রদলের মানববন্ধন

আচরণবিধি লঙ্ঘন: জামায়াতের নায়েবে আমিরকে শোকজ

তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে টানানো ব্যানার সরিয়ে আম্মারের ভিডিও পোস্ট

দেশকে পাল্টে দিতে গণভোটে ‘হ্যাঁ’ দিতে হবে: স্বাস্থ্য উপদেষ্টা

নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে ১ লাখ পুলিশকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

রাবিতে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু, আসনপ্রতি লড়ছেন ৫৯ পরীক্ষার্থী

ভর্তি পরীক্ষায় বসে বাবাকে প্রশ্নপত্রের ছবি পাঠাতে গিয়ে ধরা

রাবিতে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত