হোম > অপরাধ > রাজশাহী

জানালার সঙ্গে ঝুলছিল গৃহবধূর লাশ, প্রতিবেশীর দাবি হত্যা

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি 

রাজশাহীর পুঠিয়ায় বন্যা খাতুন (৩৫) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছেন পুলিশ। আজ মঙ্গলবার সকাল ৮টার দিকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। বন্যা উপজেলার জিউপাড়া ইউনিয়নের ডাঙাপাড়া গ্রামের নিজাম উদ্দিনের স্ত্রী।

এদিকে গৃহবধূর মৃত্যু নিয়ে তৈরি হয়েছে রহস্য। করেছেন প্রতিবেশীরা বলছেন, সোমবার রাতে গৃহবধূ বাড়িতে একাই ছিলেন। গলায় রশি দিয়ে ঘরের জানালার সঙ্গে ফাঁস দেওয়ার মতো বাঁধা অবস্থায় তাঁর লাশ পাওয়া যায়। পরিকল্পিতভাবে তাঁকে হত্যা করা হয়েছে বলে ধারণা তাঁদের।

মৃতের স্বামী নিজাম উদ্দিন জানান, তিনি নাটোরে একটি বেসরকারি কোম্পানিতে কাজ করেন। সোমবার রাতে তিনি নাইট শিফটে কাজ করছিলেন। সকালে বাড়ি ফিরে দেখেন ঘরের জানালার সঙ্গে ফাঁস দেওয়া অবস্থায় তাঁর স্ত্রীর লাশ।

নিজাম উদ্দিন বলেন, ‘বন্যা আমার দ্বিতীয় স্ত্রী। বিয়ের ১২ বছর হলেও এখনো সন্তান হয়নি। আমার সঙ্গে কখনো কোনো সমস্যাও হয়নি।’

জামাল হোসেন নামের একজন প্রতিবেশী বলেন, জানালার সঙ্গে যেভাবে ওই গৃহবধূর ফাঁস দেওয়া লাশ পাওয়া গেছে তা রহস্যজনক।

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দী হোসেন বলেন, খবর পেয়ে ওই গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের (রামেক) মর্গে পাঠানো হবে। প্রাথমিক তদন্তে তাঁর মৃত্যু অস্বাভাবিক লাগছে। 

সিরাজগঞ্জে লাশবাহী গাড়ির সঙ্গে সিমেন্টবোঝাই ট্রাকের সংঘর্ষ, আহত ২

যুবকের হাত-পা কেটে দেওয়ার অভিযোগ জামায়াত-শিবিরের কর্মীদের বিরুদ্ধে

চিড়িয়াখানা ফাঁকা করে আবার প্রাণ ফেরানোর চেষ্টায় রাসিক

কৃষকেরা ধানের বীজতলা পলিথিন দিয়ে ঢেকে রাখেন যে কারণে

প্রাথমিকের শতভাগ বই এলেও সংকট মাধ্যমিকে

নারীকে গলা কেটে হত্যা, সাবেক স্বামী আটক

দেশের সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে রাজশাহী

রাজশাহীতে প্রাথমিকের শতভাগ বই পৌঁছেছে, বিদ্যালয়গুলোতে যাচ্ছে নতুন বই

রাবি অফিসার সমিতি নির্বাচন: বিএনপিপন্থীদের নিরঙ্কুশ জয়, জামায়াতপন্থীদের ভরাডুবি

বিএনপিতে বিরোধ: রাজশাহীর ৪টি আসনে কোন্দল প্রকাশ্যে