হোম > অপরাধ > রাজশাহী

গুরুদাসপুরে তুচ্ছ ঘটনার জেরে স্বামী-স্ত্রীকে কুপিয়ে জখম

প্রতিনিধি, গুরুদাসপুর, (নাটোর)

নাটোরের গুরুদাসপুরে তুচ্ছ ঘটনার জেরে স্বামী-স্ত্রীকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষ। আহত অবস্থায় কোহিনুর বেগম (৪৮) ও তাঁর স্বামী জবান আলীকে (৫২) উদ্ধার করে গুরুদাসপুর হাসপাতালে ভর্তি করেছেন স্বজনেরা। আজ বৃহস্পতিবার সকাল ৮টার দিকে উপজেলার বিয়াঘাট ইউনিয়নের দুর্গাপুর ভিটাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকালে জবান আলী ও তাঁর স্ত্রী কোহিনুর বেগম তাঁদের জমির সামনে বাঁশ দিয়ে বেড়া দিচ্ছিলেন। এ সময় পাশের জমির মালিক মূত হান্নানের ছেলে নাজিম (৪০) ও তাঁর স্ত্রী সফুরা বেগম বেড়া দিতে নিষেধ করলে তাঁদের মধ্যে ঝগড়া বেধে যায়। একপর্যায়ে নাজিম উদ্দিন ও তাঁর স্ত্রী মিলে ধারালো অস্ত্র দিয়ে কোহিনুর ও তাঁর স্বামী জবান আলীকে জখম করেন। পরে স্বজনেরা তাঁদের উদ্ধার করে গুরুদাসপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

গুরুদাসপুর স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মেজবাউল ইসলাম সেতু বলেন, কোহিনুরের মাথায় পাঁচটি ও তাঁর স্বামীর পিঠে দুটি সেলাই দেওয়া হয়েছে। রক্ত বন্ধ হয়েছে; তবে এখনো শঙ্কামুক্ত নন। কোহিনুর বেগমকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

এ ঘটনায় অভিযুক্তদের সঙ্গে বারবার মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করেও পাওয়া যায়নি।

গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুর রাজ্জাক বলেন, ‘অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

ট্রায়াল দেওয়ার নামে গাড়ি নিয়ে লাপাত্তা যুবদল নেতাকে বহিষ্কার

ব্রেনের চিকিৎসা করতেন এইচএসসি পাস নুরুল, ৬ মাসের জেল

দুই সহযোগীসহ ‘চাঁদাবাজ’ চান সওদাগর আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

লবণের কার্গো ট্রাকে মিলল ১২৬ কেজি গাঁজা

জামায়াতে ইসলামীতে কেউ স্বাধীনতাবিরোধী নয়: মেজর আখতারুজ্জামান

দেশে ১৭ লাখ ৮০ হাজার শিশু শ্রমে নিযুক্ত: সচিব

রাজশাহীতে হেরোইনসহ দম্পতি গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে ২ ভারতীয় নাগরিক আটক, বিএসএফের কাছে হস্তান্তর

প্রক্সির মাধ্যমে ভর্তি হওয়া রাবির তিন শিক্ষার্থীকে বহিষ্কার

সীমান্ত দিয়ে আসা অস্ত্র দেশের নিরাপত্তার জন্য হুমকি: বিজিবির রাজশাহী সেক্টর কমান্ডার