হোম > অপরাধ > রাজশাহী

গুরুদাসপুরে তুচ্ছ ঘটনার জেরে স্বামী-স্ত্রীকে কুপিয়ে জখম

প্রতিনিধি, গুরুদাসপুর, (নাটোর)

নাটোরের গুরুদাসপুরে তুচ্ছ ঘটনার জেরে স্বামী-স্ত্রীকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষ। আহত অবস্থায় কোহিনুর বেগম (৪৮) ও তাঁর স্বামী জবান আলীকে (৫২) উদ্ধার করে গুরুদাসপুর হাসপাতালে ভর্তি করেছেন স্বজনেরা। আজ বৃহস্পতিবার সকাল ৮টার দিকে উপজেলার বিয়াঘাট ইউনিয়নের দুর্গাপুর ভিটাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকালে জবান আলী ও তাঁর স্ত্রী কোহিনুর বেগম তাঁদের জমির সামনে বাঁশ দিয়ে বেড়া দিচ্ছিলেন। এ সময় পাশের জমির মালিক মূত হান্নানের ছেলে নাজিম (৪০) ও তাঁর স্ত্রী সফুরা বেগম বেড়া দিতে নিষেধ করলে তাঁদের মধ্যে ঝগড়া বেধে যায়। একপর্যায়ে নাজিম উদ্দিন ও তাঁর স্ত্রী মিলে ধারালো অস্ত্র দিয়ে কোহিনুর ও তাঁর স্বামী জবান আলীকে জখম করেন। পরে স্বজনেরা তাঁদের উদ্ধার করে গুরুদাসপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

গুরুদাসপুর স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মেজবাউল ইসলাম সেতু বলেন, কোহিনুরের মাথায় পাঁচটি ও তাঁর স্বামীর পিঠে দুটি সেলাই দেওয়া হয়েছে। রক্ত বন্ধ হয়েছে; তবে এখনো শঙ্কামুক্ত নন। কোহিনুর বেগমকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

এ ঘটনায় অভিযুক্তদের সঙ্গে বারবার মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করেও পাওয়া যায়নি।

গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুর রাজ্জাক বলেন, ‘অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

রাবি অফিসার সমিতি নির্বাচন: বিএনপিপন্থীদের নিরঙ্কুশ জয়, জামায়াতপন্থীদের ভরাডুবি

বিএনপিতে বিরোধ: রাজশাহীর ৪টি আসনে কোন্দল প্রকাশ্যে

তিনটি গরুর সঙ্গে মোটরসাইকেলের তেলও নিয়ে গেছে চোরেরা

তারেক রহমানের প্রত্যাবর্তন: বিএনপির নেতা-কর্মীদের বহনে পশ্চিমে চার জোড়া বিশেষ ট্রেন

চোর সন্দেহে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন: মবের ভুক্তভোগীকে জেল, হাসপাতালে মৃত্যু

কাজ করার পরেও ডিস্টার্ব করতে আসলে ১, ২, ৩, ৪ করে দেব: জিএস আম্মার

‘ছাত্রদল আপনার মতো আম্মারকে ৩০ মিনিটে বের করে দিতে সক্ষম’, ভিডিও ভাইরাল

প্যারোলে মুক্তি পেয়ে বাবার শেষকৃত্যে অংশ নিলেন আওয়ামী লীগ নেতা প্রদ্যুৎ কুমার

রাবিতে পদত্যাগী ছয় ডিনের কাজের দায়িত্বে উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয়

রাবিতে অরাজক পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র চলছে: ডিনদের পদত্যাগ ইস্যুতে ছাত্রদল