চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পাঁচ কেজি হেরোইন জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল বুধবার রাতে উপজেলার শাহবাজপুর ইউনিয়নের তহাখানা এলাকা থেকে হেরোইন জব্দ করা হয়।
৫৯-বিজিবি (রহনপুর) ব্যাটালিয়ন থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া জানান, সীমান্তবর্তী সোনামসজিদ তহাখানা এলাকায় অভিযান চালায় বিজিবি। এ সময় দুই মোটরসাইকেল আরোহী বিজিবির উপস্থিতি টের পেয়ে মোটরসাইকেল ও একটি বস্তা ফেলে পালিয়ে যায়। টহল দল ফেলে যাওয়া বস্তা উদ্ধারের পর তল্লাশি করে পাঁচ কেজি হেরোইন জব্দ করে। এ সময় মোটরসাইকেলটি জব্দ করা হয়।
গোলাম কিবরিয়া আরও বলেন, জব্দ করা এই হেরোইনের বাজারমূল্য ৫ কোটি টাকা। ২০১৫ সালে প্রতিষ্ঠার পর ৫৯ বিজিবি ব্যাটালিয়নের এযাবৎকালের সর্বোচ্চ হেরোইন জব্দের ঘটনা এটি বলেও জানান তিনি।