হোম > অপরাধ > রাজশাহী

বদলগাছীতে পাওনা টাকা চাওয়ায় যুবককে খুন, গ্রেপ্তার ২ 

বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি

নওগাঁর বদলগাছীতে পাওনা টাকা চাইতে যাওয়ায় প্রতিপক্ষ কাঁচি দিয়ে খুঁচিয়ে মেহেদী হাসান নিয়ন (৩৫) নামের এক যুবককে খুন করেছেন। আজ বুধবার সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার বালুভরা ইউনিয়নের পালশা দক্ষিণপাড়া গ্রামে এ ঘটনাটি ঘটে। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে থানা-পুলিশ। নিহত মেহেদী হাসান নিয়ন ওই গ্রামের মোকলেছুর রহমানের ছেলে। 

গ্রেপ্তারকৃতরা হলেন, পালশা দক্ষিণপাড়া গ্রামের এছাহাক আলীর স্ত্রী খুরশিদা বেগম ও তাঁর ছেলে স্বাধীন হোসেন। 

সরেজমিনে গিয়ে জানা যায়, বালুভরা ইউনিয়নের পালশা উত্তরপাড়া গ্রামের মেহেদী হাসান নিয়ন একই গ্রামের দক্ষিণপাড়ার এছাহাক আলীর কাছে ৯০ হাজার টাকায় জমি বন্ধক নিয়ে চাষাবাদ করছিল। জমি বন্ধক নেওয়ার সময় মেহেদী হাসান জমির মালিক এছাহাককে বলেছিলেন কখনো জমি বিক্রি করলে তাঁকে যেন অবগত করা হয়। সম্প্রতি ওই জমি মেহেদী হাসানকে না জানিয়ে এছাহাক আলী অন্যত্র বিক্রি করার উদ্যোগ নিয়েছেন। বিষয়টি জানার পর মেহেদী হাসান ও তাঁর ভগ্নিপতিসহ সকাল সাড়ে ৬টার দিকে এছাহাকের বাড়িতে যান। এ সময় মেহেদী হাসান জমি বন্ধকের পাওনা টাকা ফেরত চান। এছাহাক আলী টাকা পরে দেবে বলে তাঁকে সাফ জানিয়ে দেয়। 

এ নিয়ে উভয়ের মধ্যে তর্কবিতর্কের একপর্যায়ে এছাহাক তাঁর স্ত্রী, ছেলে আসমাউল হুমায়ন ও ছোট ছেলে স্বাধীনকে ডাক দিলে তাঁরা কাঁচি দিয়ে মেহেদী হাসানের পেটের নিচে আঘাত করেন। আঘাতের ফলে মেহেদী হাসানের রক্তক্ষরণ শুরু হয়। পরে তাঁকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মেহেদী হাসান মারা যান। 
 
স্থানীয়রা বলেন, আজ সকাল ৯টার দিকে নওগাঁ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নিয়নের মৃত্যু হয়। নিয়নকে কাঁচি দিয়ে আঘাত করেন একই গ্রামের এছাহাক আলী ও তাঁর বড় ছেলে আসমাউল হক ওরফে হুমায়ন (২৬) এবং ছোট ছেলে স্বাধীন হোসেন (২৪)। 
 
নিহতের বোন ইসমত আরা বলেন, ৫ বছর আগে আমার ভাই ৯০ হাজার টাকা দিয়ে এছাহাক আলীর জমি বন্ধক নেন এবং চাষাবাদ করে আসছেন। কিছুদিন হল সেই জমি বিক্রয় করবে বলে আমার ভাই জানতে পেরে বন্ধকের টাকা ফেরত চান। সেই টাকা ফেরত চাইতে গেলে তাঁরা আমার ভাইকে মারধর করে কাঁচি দিয়ে আঘাত করে হত্যা করেছেন। 

বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত) রায়হান হোসেন বলেন, জমি বন্ধকের টাকা নিয়ে প্রতিপক্ষের হামলায় মেহেদী হাসান নিহত হয়েছেন। নিহতের বাবা মোকলেছুর রহমান বাদী হয়ে থানায় একটি মামলা করেন। ময়নাতদন্তের জন্য মরদেহ নওগাঁ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। 

ভারপ্রাপ্ত কর্মকর্তা আরও বলেন, এ ঘটনায় খুরশিদা বেগম ও স্বাধীনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার পর পলাতক দুজনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। 

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের তিন কর্মকর্তাকে চাকরিচ্যুত

গণভোটের ব্যালটের টিক চিহ্ন মানেই ঠিক: আলী রীয়াজ

ট্রায়াল দেওয়ার নামে গাড়ি নিয়ে লাপাত্তা যুবদল নেতাকে বহিষ্কার

ব্রেনের চিকিৎসা করতেন এইচএসসি পাস নুরুল, ৬ মাসের জেল

দুই সহযোগীসহ ‘চাঁদাবাজ’ চান সওদাগর আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

লবণের কার্গো ট্রাকে মিলল ১২৬ কেজি গাঁজা

জামায়াতে ইসলামীতে কেউ স্বাধীনতাবিরোধী নয়: মেজর আখতারুজ্জামান

দেশে ১৭ লাখ ৮০ হাজার শিশু শ্রমে নিযুক্ত: সচিব

রাজশাহীতে হেরোইনসহ দম্পতি গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে ২ ভারতীয় নাগরিক আটক, বিএসএফের কাছে হস্তান্তর