হোম > অপরাধ > রাজশাহী

সিরাজগঞ্জে নিখোঁজের ৪ দিন পর কৃষকের মরদেহ উদ্ধার, আটক ১

সিরাজগঞ্জ প্রতিনিধি

নিখোঁজের চার দিন পর সিরাজগঞ্জের রায়গঞ্জে সাইফুল ইসলাম (৫৫) নামের এক কৃষকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এই হত্যাকাণ্ডে জড়িত শাকিল আহম্মেদ নামের একজনকে আটক করা হয়েছে। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে পুকুর থেকে কৃষকের মরদেহ উদ্ধার করা হয়। 

আজ বৃহস্পতিবার সকালে রায়গঞ্জ উপজেলার সলঙ্গা থানার ঘুরকা কুন্ডুপাড়া এলাকায় পুকুর থেকে মরদেহ উদ্ধার করা হয়। নিহত কৃষক সাইফুল উপজেলার জয়েনপুর গ্রামের মৃত আছের আলীর ছেলে। আটক শাকিল জয়েনপুর গ্রামের আবু বক্কারের ছেলে। 

রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, চার দিন আগে কৃষক সাইফুল নিখোঁজ হন। এ ঘটনায় তাঁর পরিবারের পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরি করা হয়। এরই পরিপ্রেক্ষিতে গতকাল বুধবার রাতে সন্দেহভাজন শাকিল নামে এক যুবককে আটক করে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে শাকিল কৃষক সাইফুল হত্যার দায় স্বীকার করেন। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে আজ বৃহস্পতিবার সকালে ঘুরকা কুন্ডুপাড়া এলাকায় পুকুর থেকে সাইফুলের মরদেহ উদ্ধার করা হয়। 

ওসি আরও জানান, উদ্ধারকৃত মরদেহ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জের সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। 

ভর্তি পরীক্ষায় বসে বাবাকে প্রশ্নপত্রের ছবি পাঠাতে গিয়ে ধরা

রাবিতে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

‎রাবিতে ভর্তি পরীক্ষায় ডিপসিক এআইয়ে উত্তর খুঁজছিল এক পরীক্ষার্থী

প্রতীক বরাদ্দের আগেই ফেসবুকে প্রচার, প্রার্থীকে আদালতে তলব

রাজশাহীতে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১

নির্বাচনে ব্যাপক প্রভাব কালোটাকার: বদিউল আলম

রাবিতে ভর্তি পরীক্ষা শুরু কাল, মানতে হবে যেসব নির্দেশনা

আচরণবিধি লঙ্ঘন: রাজশাহী-১ আসনের বিএনপির প্রার্থীকে আদালতে তলব

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের তিন কর্মকর্তাকে চাকরিচ্যুত

গণভোটের ব্যালটের টিক চিহ্ন মানেই ঠিক: আলী রীয়াজ