হোম > অপরাধ > রাজশাহী

মাজারের সিন্দুক চুরির অভিযোগে ছাত্রদল নেতাসহ গ্রেপ্তার ২

ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিনিধি

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার এক মাজার থেকে দুটি সিন্দুক (দানবাক্স) চুরি হয়েছে। এ ঘটনায় পুলিশ এক ছাত্রদল নেতাসহ দুজনকে গ্রেপ্তার করেছে। গতকাল শুক্রবার ভোরে মাজারে চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় আজ শনিবার সকালে থানায় মামলা করা হয়েছে। 

গ্রেপ্তার দুজন হলেন হিন্দা কসবা গ্রামের মাহাবুবুর রহমান (৩৫) এবং হিন্দা আবাসনের তৌফিক রহমান (২৫)। তৌফিক রহমান বড়াইল ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক। 

স্থানীয়রা জানায়, উপজেলার বড়াইল ইউনিয়নের হিন্দা কসবা গ্রামের সিফাত পাগলার মাজারের দুটি দানবাক্স চুরি হয়। ওই দিন দুপুরে মাজারের লোকজন দানবাক্স চুরির বিষয়টি নিশ্চিত হয়ে থানায় জানায়। পরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আশপাশে জিজ্ঞাসাবাদ করে। 

ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, জিজ্ঞাসাবাদকালে মাহাবুবুর রহমান নামের একজনের ওপর সন্দেহ হলে তাঁকে থানায় নিয়ে আসা হয়। জিজ্ঞাসাবাদ তিনি চুরির বিষয়টি স্বীকার করে। তাঁর দেওয়া তথ্যমতে অভিযান চালিয়ে তৌফিক রহমান নামের আরও এক সহযোগীকে আটক করা হয় এবং চুরি যাওয়া দানবাক্স দুটি উদ্ধার করা হয়। পরে থানায় মামলা হলে তাঁদের গ্রেপ্তার দেখানো হয়। 

তৌফিক রহমানের বিষয়ে জানতে চাইলে ক্ষেতলাল উপজেলা ছাত্রদের আহ্বায়ক দেওয়ান এম এ হাসান আজকের পত্রিকাকে বলেন, ‘সে দীর্ঘদিন যাবৎ আমাদের সঙ্গে সক্রিয় না থাকায় আমরা গত ২৪ অক্টোবর তাকে দল থেকে বহিষ্কার করি। আমাদের দলের সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নাই।’

মৎস্যজীবী পরিচয়ে পুকুর ইজারা যুবলীগ নেতার

সেলিম রেজার মনোনয়নে কনকচাঁপার ‘আলহামদুলিল্লাহ’

কণ্ঠশিল্পী কনকচাঁপা বাদ, বিএনপির মনোনয়ন পেলেন সেলিম

ঈশ্বরদীর মা কুকুরকে দেওয়া হলো দুই ছানা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষককে বরখাস্ত, পাঁচ শিক্ষার্থীকে বহিষ্কার

রাজশাহীতে ট্রাকচাপায় শিশু নিহত, মহাসড়ক অবরোধ

রাজশাহীর রাজবাড়ি ভাঙার কাজ বন্ধ করল প্রশাসন

সাংবাদিকদের তালাবদ্ধ রাখার হুমকি দেওয়া যুবশক্তির দুই নেতাকে অব্যাহতি

রাজশাহীর ১১ পয়েন্টে পুলিশের ফোর্স মোবিলাইজেশন ড্রিল

রাজশাহীতে গুঁড়িয়ে দেওয়া হলো রাজবাড়ী