হোম > অপরাধ > রাজশাহী

মাজারের সিন্দুক চুরির অভিযোগে ছাত্রদল নেতাসহ গ্রেপ্তার ২

ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিনিধি

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার এক মাজার থেকে দুটি সিন্দুক (দানবাক্স) চুরি হয়েছে। এ ঘটনায় পুলিশ এক ছাত্রদল নেতাসহ দুজনকে গ্রেপ্তার করেছে। গতকাল শুক্রবার ভোরে মাজারে চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় আজ শনিবার সকালে থানায় মামলা করা হয়েছে। 

গ্রেপ্তার দুজন হলেন হিন্দা কসবা গ্রামের মাহাবুবুর রহমান (৩৫) এবং হিন্দা আবাসনের তৌফিক রহমান (২৫)। তৌফিক রহমান বড়াইল ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক। 

স্থানীয়রা জানায়, উপজেলার বড়াইল ইউনিয়নের হিন্দা কসবা গ্রামের সিফাত পাগলার মাজারের দুটি দানবাক্স চুরি হয়। ওই দিন দুপুরে মাজারের লোকজন দানবাক্স চুরির বিষয়টি নিশ্চিত হয়ে থানায় জানায়। পরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আশপাশে জিজ্ঞাসাবাদ করে। 

ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, জিজ্ঞাসাবাদকালে মাহাবুবুর রহমান নামের একজনের ওপর সন্দেহ হলে তাঁকে থানায় নিয়ে আসা হয়। জিজ্ঞাসাবাদ তিনি চুরির বিষয়টি স্বীকার করে। তাঁর দেওয়া তথ্যমতে অভিযান চালিয়ে তৌফিক রহমান নামের আরও এক সহযোগীকে আটক করা হয় এবং চুরি যাওয়া দানবাক্স দুটি উদ্ধার করা হয়। পরে থানায় মামলা হলে তাঁদের গ্রেপ্তার দেখানো হয়। 

তৌফিক রহমানের বিষয়ে জানতে চাইলে ক্ষেতলাল উপজেলা ছাত্রদের আহ্বায়ক দেওয়ান এম এ হাসান আজকের পত্রিকাকে বলেন, ‘সে দীর্ঘদিন যাবৎ আমাদের সঙ্গে সক্রিয় না থাকায় আমরা গত ২৪ অক্টোবর তাকে দল থেকে বহিষ্কার করি। আমাদের দলের সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নাই।’

ভর্তি পরীক্ষায় বসে বাবাকে প্রশ্নপত্রের ছবি পাঠাতে গিয়ে ধরা

রাবিতে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

‎রাবিতে ভর্তি পরীক্ষায় ডিপসিক এআইয়ে উত্তর খুঁজছিল এক পরীক্ষার্থী

প্রতীক বরাদ্দের আগেই ফেসবুকে প্রচার, প্রার্থীকে আদালতে তলব

রাজশাহীতে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১

নির্বাচনে ব্যাপক প্রভাব কালোটাকার: বদিউল আলম

রাবিতে ভর্তি পরীক্ষা শুরু কাল, মানতে হবে যেসব নির্দেশনা

আচরণবিধি লঙ্ঘন: রাজশাহী-১ আসনের বিএনপির প্রার্থীকে আদালতে তলব

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের তিন কর্মকর্তাকে চাকরিচ্যুত

গণভোটের ব্যালটের টিক চিহ্ন মানেই ঠিক: আলী রীয়াজ