হোম > অপরাধ > রাজশাহী

মাজারের সিন্দুক চুরির অভিযোগে ছাত্রদল নেতাসহ গ্রেপ্তার ২

ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিনিধি

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার এক মাজার থেকে দুটি সিন্দুক (দানবাক্স) চুরি হয়েছে। এ ঘটনায় পুলিশ এক ছাত্রদল নেতাসহ দুজনকে গ্রেপ্তার করেছে। গতকাল শুক্রবার ভোরে মাজারে চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় আজ শনিবার সকালে থানায় মামলা করা হয়েছে। 

গ্রেপ্তার দুজন হলেন হিন্দা কসবা গ্রামের মাহাবুবুর রহমান (৩৫) এবং হিন্দা আবাসনের তৌফিক রহমান (২৫)। তৌফিক রহমান বড়াইল ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক। 

স্থানীয়রা জানায়, উপজেলার বড়াইল ইউনিয়নের হিন্দা কসবা গ্রামের সিফাত পাগলার মাজারের দুটি দানবাক্স চুরি হয়। ওই দিন দুপুরে মাজারের লোকজন দানবাক্স চুরির বিষয়টি নিশ্চিত হয়ে থানায় জানায়। পরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আশপাশে জিজ্ঞাসাবাদ করে। 

ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, জিজ্ঞাসাবাদকালে মাহাবুবুর রহমান নামের একজনের ওপর সন্দেহ হলে তাঁকে থানায় নিয়ে আসা হয়। জিজ্ঞাসাবাদ তিনি চুরির বিষয়টি স্বীকার করে। তাঁর দেওয়া তথ্যমতে অভিযান চালিয়ে তৌফিক রহমান নামের আরও এক সহযোগীকে আটক করা হয় এবং চুরি যাওয়া দানবাক্স দুটি উদ্ধার করা হয়। পরে থানায় মামলা হলে তাঁদের গ্রেপ্তার দেখানো হয়। 

তৌফিক রহমানের বিষয়ে জানতে চাইলে ক্ষেতলাল উপজেলা ছাত্রদের আহ্বায়ক দেওয়ান এম এ হাসান আজকের পত্রিকাকে বলেন, ‘সে দীর্ঘদিন যাবৎ আমাদের সঙ্গে সক্রিয় না থাকায় আমরা গত ২৪ অক্টোবর তাকে দল থেকে বহিষ্কার করি। আমাদের দলের সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নাই।’

বিএনপির রাজশাহী বিভাগের ৮ বিদ্রোহী প্রার্থীকে বহিষ্কার

জাপাকে প্রতীক দিলে রাজশাহীতে নির্বাচন হতে দেব না: এনসিপি নেতা

১৮ দিন পর অপহৃত গরু ব্যবসায়ীর লাশ মিলল পদ্মা নদীতে

জাতীয় নির্বাচনের আগেই শাকসু দাবি রাবি শিবিরের

এনসিপির রাজশাহী জেলা ও মহানগর কমিটির দ্বন্দ্বের জেরে দুই কমিটিই স্থগিত

নাটোরে আদালত প্রাঙ্গণে দুপক্ষের সংঘর্ষ, আটক ৩

রাকসু জিএস আম্মারের ‘মানসিক চিকিৎসা’র দাবিতে ছাত্রদলের মানববন্ধন

আচরণবিধি লঙ্ঘন: জামায়াতের নায়েবে আমিরকে শোকজ

তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে টানানো ব্যানার সরিয়ে আম্মারের ভিডিও পোস্ট

দেশকে পাল্টে দিতে গণভোটে ‘হ্যাঁ’ দিতে হবে: স্বাস্থ্য উপদেষ্টা