হোম > অপরাধ > রাজশাহী

রাস্তায় গাছের গুঁড়ি ফেলে ডাকাতি করতেন তাঁরা 

বগুড়া প্রতিনিধি

আন্তজেলা ডাকাত দলের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে বগুড়া জেলা পুলিশ। তাঁদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ডাকাতি করা মালামাল ও বিভিন্ন সরঞ্জাম।

আজ মঙ্গলবার দুপুরে জেলা পুলিশের এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) স্নিগ্ধ আকতার।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন খোকন মিয়া, মোজ্জাফর হোসেন ও নজরুল ইসলাম। তাঁদের নামে ডাকাতি ও মাদকের আইনে একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। 

অতিরিক্ত পুলিশ সুপার জানান, ১০ অক্টোবর রাত সাড়ে ৯টার দিকে ধুনট থানার চিকাশী-সোনাহাটা সড়কের কদমতলায় রাস্তার ওপর গাছের গুঁড়ি ফেলে রাখে ডাকাত দলের সদস্যরা। এরপর ওই সড়কে চলাচলকারী লোকজনকে বেঁধে রেখে মারপিট করে নগদ টাকা ও মোবাইল ফোন নিয়ে পালিয়ে যান তাঁরা।

এ ঘটনায় ধুনট থানায় মামলা হয়। গোয়েন্দা তথ্য ও তথ্যপ্রযুক্তির সহায়তায় বগুড়া ডিবি ও ধুনট পুলিশ গতকাল সোমবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যৌথ অভিযান চালিয়ে বগুড়া শহরের বিভিন্ন এলাকা থেকে তিনজনকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁদের হেফাজত থেকে ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম এবং তাঁদের হেফাজত থেকে লুণ্ঠিত চারটি স্মার্ট ফোন, সিএনজিচালিত অটোরিকশা উদ্ধার করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার বলেন, গ্রেপ্তার খোকন মিয়ার বিরুদ্ধে বগুড়া ও গাইবান্ধা জেলার থানায় চুরি ও ডাকাতির অভিযোগে আটটি মামলা, মোজ্জাফর হোসেনের বিরুদ্ধে চুরি, ডাকাতি ও হত্যাসহ আটটি মামলা এবং নজরুল ইসলামের বিরুদ্ধে ডাকাতি ও মাদকসহ চারটি মামলা রয়েছে।

তাঁরা বিভিন্ন এলাকায় বাসা ভাড়া নিয়ে বসবাস করে বগুড়া, গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাট জেলায় ডাকাতি করে থাকেন। তাঁদেরকে ধুনট থানায় দায়ের করা ডাকাতি মামলায় গ্রেপ্তার দেখিয়ে জেলহাজতে পাঠানো হয়েছে।

কৃষকেরা ধানের বীজতলা পলিথিন দিয়ে ঢেকে রাখেন যে কারণে

প্রাথমিকের শতভাগ বই এলেও সংকট মাধ্যমিকে

নারীকে গলা কেটে হত্যা, সাবেক স্বামী আটক

দেশের সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে রাজশাহী

রাজশাহীতে প্রাথমিকের শতভাগ বই পৌঁছেছে, বিদ্যালয়গুলোতে যাচ্ছে নতুন বই

রাবি অফিসার সমিতি নির্বাচন: বিএনপিপন্থীদের নিরঙ্কুশ জয়, জামায়াতপন্থীদের ভরাডুবি

বিএনপিতে বিরোধ: রাজশাহীর ৪টি আসনে কোন্দল প্রকাশ্যে

তিনটি গরুর সঙ্গে মোটরসাইকেলের তেলও নিয়ে গেছে চোরেরা

তারেক রহমানের প্রত্যাবর্তন: বিএনপির নেতা-কর্মীদের বহনে পশ্চিমে চার জোড়া বিশেষ ট্রেন

চোর সন্দেহে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন: মবের ভুক্তভোগীকে জেল, হাসপাতালে মৃত্যু