হোম > অপরাধ > রাজশাহী

রাস্তায় গাছের গুঁড়ি ফেলে ডাকাতি করতেন তাঁরা 

বগুড়া প্রতিনিধি

আন্তজেলা ডাকাত দলের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে বগুড়া জেলা পুলিশ। তাঁদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ডাকাতি করা মালামাল ও বিভিন্ন সরঞ্জাম।

আজ মঙ্গলবার দুপুরে জেলা পুলিশের এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) স্নিগ্ধ আকতার।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন খোকন মিয়া, মোজ্জাফর হোসেন ও নজরুল ইসলাম। তাঁদের নামে ডাকাতি ও মাদকের আইনে একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। 

অতিরিক্ত পুলিশ সুপার জানান, ১০ অক্টোবর রাত সাড়ে ৯টার দিকে ধুনট থানার চিকাশী-সোনাহাটা সড়কের কদমতলায় রাস্তার ওপর গাছের গুঁড়ি ফেলে রাখে ডাকাত দলের সদস্যরা। এরপর ওই সড়কে চলাচলকারী লোকজনকে বেঁধে রেখে মারপিট করে নগদ টাকা ও মোবাইল ফোন নিয়ে পালিয়ে যান তাঁরা।

এ ঘটনায় ধুনট থানায় মামলা হয়। গোয়েন্দা তথ্য ও তথ্যপ্রযুক্তির সহায়তায় বগুড়া ডিবি ও ধুনট পুলিশ গতকাল সোমবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যৌথ অভিযান চালিয়ে বগুড়া শহরের বিভিন্ন এলাকা থেকে তিনজনকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁদের হেফাজত থেকে ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম এবং তাঁদের হেফাজত থেকে লুণ্ঠিত চারটি স্মার্ট ফোন, সিএনজিচালিত অটোরিকশা উদ্ধার করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার বলেন, গ্রেপ্তার খোকন মিয়ার বিরুদ্ধে বগুড়া ও গাইবান্ধা জেলার থানায় চুরি ও ডাকাতির অভিযোগে আটটি মামলা, মোজ্জাফর হোসেনের বিরুদ্ধে চুরি, ডাকাতি ও হত্যাসহ আটটি মামলা এবং নজরুল ইসলামের বিরুদ্ধে ডাকাতি ও মাদকসহ চারটি মামলা রয়েছে।

তাঁরা বিভিন্ন এলাকায় বাসা ভাড়া নিয়ে বসবাস করে বগুড়া, গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাট জেলায় ডাকাতি করে থাকেন। তাঁদেরকে ধুনট থানায় দায়ের করা ডাকাতি মামলায় গ্রেপ্তার দেখিয়ে জেলহাজতে পাঠানো হয়েছে।

তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে টানানো ব্যানার সরিয়ে আম্মারের ভিডিও পোস্ট

দেশকে পাল্টে দিতে গণভোটে ‘হ্যাঁ’ দিতে হবে: স্বাস্থ্য উপদেষ্টা

নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে ১ লাখ পুলিশকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

রাবিতে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু, আসনপ্রতি লড়ছেন ৫৯ পরীক্ষার্থী

ভর্তি পরীক্ষায় বসে বাবাকে প্রশ্নপত্রের ছবি পাঠাতে গিয়ে ধরা

রাবিতে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

‎রাবিতে ভর্তি পরীক্ষায় ডিপসিক এআইয়ে উত্তর খুঁজছিল এক পরীক্ষার্থী

প্রতীক বরাদ্দের আগেই ফেসবুকে প্রচার, প্রার্থীকে আদালতে তলব

রাজশাহীতে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১

নির্বাচনে ব্যাপক প্রভাব কালোটাকার: বদিউল আলম