হোম > অপরাধ > রাজশাহী

শাহজাদপুরে চুল ও ভ্রু কেটে গৃহবধূকে নির্যাতন, স্বামীসহ গ্রেপ্তার ৩ 

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি

সিরাজগঞ্জের শাহজাদপুরে চুল ও ভ্রু কেটে দিয়ে গৃহবধূকে নির্যাতনের ঘটনায় স্বামী, শ্বশুর ও শাশুড়িকে গ্রেপ্তার করেছেন র‍্যাব-১২-এর সদস্যরা। আজ মঙ্গলবার এক প্রেস বিজ্ঞপ্তিতে র‍্যাব-১২-এর উপ-অধিনায়ক মুশফিকুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। 

জানা যায়, ২০০৬ সালে শাহজাদপুর উপজেলার খাস সাতবাড়িয়া গ্রামের মেহেদি হাসান সুজনের সঙ্গে তাড়াশের গুলনাহার পারভীন মিনুর বিয়ে হয়। বিয়ের পর থেকে প্রায়ই শারীরিক ও মানসিক নির্যাতন করতেন স্বামী সুজন। সম্প্রতি স্বামীর চাহিদা অনুযায়ী বাপের বাড়ি থেকে টাকা এনে দিতে না পারায় মিনুর ওপর নির্যাতন বেড়ে যায়। 

নির্যাতনের একপর্যায়ে গত ১৫ ডিসেম্বর মিনুকে খাসসাতবাড়িয়া গ্রামে নিয়ে গিয়ে তাঁর চুল ও ভ্রু কেটে দেয় সুজন। নির্যাতনের সময় হাত-পা ধরে অনুনয়-বিনয় ও কান্নাকাটি করেও রক্ষা পাননি মিনু। খবর পেয়ে মিনুর পরিবার মুমূর্ষু অবস্থায় মিনুকে উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট সিরাজগঞ্জের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হাসপাতালে ভর্তি করেন। 
 
র‍্যাব সূত্র জানান, গতকাল সোমবার দিবাগত রাতে র‍্যাব-১২-এর উপ-অধিনায়ক মুশফিকুর রহমানের নেতৃত্বে র‍্যাব-১২ ও র‍্যাব-৪-এর যৌথ অভিযানে আধুনিক তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা নজরদারির মাধ্যমে সিরাজগঞ্জের শাহজাদপুর এবং ঢাকার সাভার এলাকায় অভিযান চালানো হয়। এ সময় মামলার এজাহারভুক্ত আসামিদের গ্রেপ্তার করা হয়েছে।

উপ-অধিনায়ক মুশফিকুর রহমান বলেন, আসামিদের গ্রেপ্তারের পর থানায় হস্তান্তর করা হয়েছে। 

দেশকে পাল্টে দিতে গণভোটে ‘হ্যাঁ’ দিতে হবে: স্বাস্থ্য উপদেষ্টা

নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে ১ লাখ পুলিশকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

রাবিতে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু, আসনপ্রতি লড়ছেন ৫৯ পরীক্ষার্থী

ভর্তি পরীক্ষায় বসে বাবাকে প্রশ্নপত্রের ছবি পাঠাতে গিয়ে ধরা

রাবিতে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

‎রাবিতে ভর্তি পরীক্ষায় ডিপসিক এআইয়ে উত্তর খুঁজছিল এক পরীক্ষার্থী

প্রতীক বরাদ্দের আগেই ফেসবুকে প্রচার, প্রার্থীকে আদালতে তলব

রাজশাহীতে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১

নির্বাচনে ব্যাপক প্রভাব কালোটাকার: বদিউল আলম

রাবিতে ভর্তি পরীক্ষা শুরু কাল, মানতে হবে যেসব নির্দেশনা