হোম > অপরাধ > রাজশাহী

শাহজাদপুরে চুল ও ভ্রু কেটে গৃহবধূকে নির্যাতন, স্বামীসহ গ্রেপ্তার ৩ 

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি

সিরাজগঞ্জের শাহজাদপুরে চুল ও ভ্রু কেটে দিয়ে গৃহবধূকে নির্যাতনের ঘটনায় স্বামী, শ্বশুর ও শাশুড়িকে গ্রেপ্তার করেছেন র‍্যাব-১২-এর সদস্যরা। আজ মঙ্গলবার এক প্রেস বিজ্ঞপ্তিতে র‍্যাব-১২-এর উপ-অধিনায়ক মুশফিকুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। 

জানা যায়, ২০০৬ সালে শাহজাদপুর উপজেলার খাস সাতবাড়িয়া গ্রামের মেহেদি হাসান সুজনের সঙ্গে তাড়াশের গুলনাহার পারভীন মিনুর বিয়ে হয়। বিয়ের পর থেকে প্রায়ই শারীরিক ও মানসিক নির্যাতন করতেন স্বামী সুজন। সম্প্রতি স্বামীর চাহিদা অনুযায়ী বাপের বাড়ি থেকে টাকা এনে দিতে না পারায় মিনুর ওপর নির্যাতন বেড়ে যায়। 

নির্যাতনের একপর্যায়ে গত ১৫ ডিসেম্বর মিনুকে খাসসাতবাড়িয়া গ্রামে নিয়ে গিয়ে তাঁর চুল ও ভ্রু কেটে দেয় সুজন। নির্যাতনের সময় হাত-পা ধরে অনুনয়-বিনয় ও কান্নাকাটি করেও রক্ষা পাননি মিনু। খবর পেয়ে মিনুর পরিবার মুমূর্ষু অবস্থায় মিনুকে উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট সিরাজগঞ্জের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হাসপাতালে ভর্তি করেন। 
 
র‍্যাব সূত্র জানান, গতকাল সোমবার দিবাগত রাতে র‍্যাব-১২-এর উপ-অধিনায়ক মুশফিকুর রহমানের নেতৃত্বে র‍্যাব-১২ ও র‍্যাব-৪-এর যৌথ অভিযানে আধুনিক তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা নজরদারির মাধ্যমে সিরাজগঞ্জের শাহজাদপুর এবং ঢাকার সাভার এলাকায় অভিযান চালানো হয়। এ সময় মামলার এজাহারভুক্ত আসামিদের গ্রেপ্তার করা হয়েছে।

উপ-অধিনায়ক মুশফিকুর রহমান বলেন, আসামিদের গ্রেপ্তারের পর থানায় হস্তান্তর করা হয়েছে। 

রাজশাহীতে প্রাথমিকের শতভাগ বই পৌঁছেছে, বিদ্যালয়গুলোতে যাচ্ছে নতুন বই

রাবি অফিসার সমিতি নির্বাচন: বিএনপিপন্থীদের নিরঙ্কুশ জয়, জামায়াতপন্থীদের ভরাডুবি

বিএনপিতে বিরোধ: রাজশাহীর ৪টি আসনে কোন্দল প্রকাশ্যে

তিনটি গরুর সঙ্গে মোটরসাইকেলের তেলও নিয়ে গেছে চোরেরা

তারেক রহমানের প্রত্যাবর্তন: বিএনপির নেতা-কর্মীদের বহনে পশ্চিমে চার জোড়া বিশেষ ট্রেন

চোর সন্দেহে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন: মবের ভুক্তভোগীকে জেল, হাসপাতালে মৃত্যু

কাজ করার পরেও ডিস্টার্ব করতে আসলে ১, ২, ৩, ৪ করে দেব: জিএস আম্মার

‘ছাত্রদল আপনার মতো আম্মারকে ৩০ মিনিটে বের করে দিতে সক্ষম’, ভিডিও ভাইরাল

প্যারোলে মুক্তি পেয়ে বাবার শেষকৃত্যে অংশ নিলেন আওয়ামী লীগ নেতা প্রদ্যুৎ কুমার

রাবিতে পদত্যাগী ছয় ডিনের কাজের দায়িত্বে উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয়