হোম > অপরাধ > রাজশাহী

জমির কাগজ নিয়ে সংঘর্ষ, আটক সাবেক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে মামলা

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জে জমির দলিলের নকল তোলা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে গুলিতে আহত হওয়ার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় আটক ছাত্রলীগের সাবেক ২৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ১০-১২ জনের নামে মামলা দায়ের করা হয়েছে। মামলার পর সাবেক ছাত্রলীগ নেতাসহ তিনজনকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। 

আজ মঙ্গলবার সকালে সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের বাঐতারা গ্রামের আবুল হোসেনের ছেলে শফিকুল ইসলাম বাদী হয়ে মামলা করেন। 

দুপুরে মামলা ও গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন সিরাজগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) ইব্রাহিম। 

গ্রেপ্তারকৃতরা হলেন জেলা ছাত্রলীগের সাবেক সহসম্পাদক ও বাঐতারা গ্রামের মো. আব্দুল হাই মেম্বারের ছেলে মো. আরিফুল ইসলাম আরিফ, একই গ্রামের মো. বুলবুলের ছেলে মো. শাকিল ও আল মাহমুদের ছেলে মো. শরিফ। 

সদর থানার এসআই বলেন, ‘গতকাল সোমবার সংঘর্ষের ঘটনার পর সন্ধ্যায় অভিযান চালিয়ে তিনজনকে আটক করা হয়। আজ মঙ্গলবার মামলার পর তাঁদের গ্রেপ্তার দেখানো হয়েছে।’ 

উল্লেখ্য, গত শনিবার সকালে একটি জমির কাগজ তুলতে যান বাঐতারা গ্রামের রুবেল হোসেন। এ সময় একই গ্রামের দলিল লেখক আলম হোসেন দেরি করেন। এ নিয়ে রুবেল হোসেন দলিল লেখক আলমকে মারধর করেন। এরই জেরে গতকাল সোমবার সকাল থেকেই দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। দফায় দফায় সংঘর্ষ ইটপাটকেল নিক্ষেপ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। সংঘর্ষ চলাকালে রুবেল গ্রুপের পক্ষে আরিফ হোসেন তাঁর লাইসেন্স করা বন্দুক নিয়ে এলোপাতাড়ি গুলি ছোড়েন। এতে প্রায় ২৪ জন গুলিবিদ্ধসহ উভয় পক্ষের অন্তত ৪০ জন আহত হন। 

বগুড়ায় স্ত্রীকে হত্যা করে সেপটিক ট্যাংকে লাশ ফেলে থানায় নিখোঁজের জিডি

রাবিতে আওয়ামীপন্থী ডিনদের পদত্যাগের আলটিমেটাম রাকসুর জিএস আম্মারের

ঋত্বিক ঘটকের পৈতৃক ভিটা ভাঙচুরের সঙ্গে জড়িতদের শাস্তির দাবি

রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশন অভিমুখে যাত্রা, পুলিশি বাধায় পণ্ড

আবাদি জমিতে পুকুর খননে বাধা, কৃষককে এক্সকাভেটরের নিচে ফেলে হত্যা

ইউপি সদস্যের কার্যালয়ে আটকে রাখা ব্যক্তির লাশ উদ্ধার, নির্যাতনে মৃত্যুর অভিযোগ

রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশন অভিমুখে পদযাত্রায় পুলিশের বাধা, সড়ক অবরোধ

বৃক্ষরোপণে বদলে যাচ্ছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

জমিতে পুকুর কাটতে বাধা দেওয়ায় কৃষককে ভেকুচাপায় হত্যার অভিযোগ

মুরগি মারার অভিযোগে প্রতিবেশীর বিরুদ্ধে মামলা