হোম > অপরাধ > রাজশাহী

দ্বিতীয় স্ত্রীর বিরুদ্ধে স্বামীকে হত্যার অভিযোগ

কামারখন্দ (সিরাজগঞ্জ) প্রতিনিধি

সিরাজগঞ্জের কামারখন্দে দ্বিতীয় স্ত্রীর স্বামীকে হত্যার অভিযোগ উঠেছে। আজ রোববার ভোররাতে উপজেলার জামতৈলের পশ্চিমপাড়া এলাকায় ঘটনাটি ঘটে। 

এদিকে ঘটনার কয়েক ঘণ্টা পরেই নিহত মোহাম্মদ আলীর প্রথম স্ত্রী নুরুন্নাহার বেগম দুজনের নাম উল্লেখ করে কামারখন্দ থানায় মামলা দায়ের করেন। 

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, প্রায় দেড় বছর আগে মোহাম্মদ আলীর সঙ্গে একই গ্রামের ফিরোজা বেগমের প্রেমের সম্পর্ক হয়। প্রেমের বিষয়টি জানাজানি হলে মোহাম্মদ আলী ও ফিরোজা বেগম বিয়ে করেন। বিয়ে করে দ্বিতীয় স্ত্রীর সঙ্গে থাকতেন। 

এদিকে দ্বিতীয় স্ত্রীর সঙ্গে মোহাম্মদ আলীর ঝগড়া হলে তিনি আবার প্রথম স্ত্রীর কাছে চলে যান। এর কিছুদিন পরে দ্বিতীয় স্ত্রী তাঁর স্বামীর নামে যৌতুক আইনে আদালতে মামলা দায়ের করেন। 

পরে দ্বিতীয় স্ত্রী ফিরোজা বেগম তাঁর স্বামীকে প্রস্তাব দেন, তিনি যদি তাঁর সঙ্গে সংসার করেন তাহলে সবকিছু মিটমাট করে নেবেন। মিটমাট বা মামলা মীমাংসা করার শর্তে তাঁর স্বামী দু-তিন দিন আগে থেকে আবার সংসার করতে শুরু করেন। অভিযোগ উঠেছে, এরপর রোববার গভীর রাতে মোহাম্মদ আলীকে হাতুড়ি বা ভারী কোনো জিনিস দিয়ে আঘাত করে হত্যা করেন দ্বিতীয় স্ত্রী। 

কামারখন্দ থানার পুলিশ পরিদর্শন (তদন্ত) ওসি আহসানুজ্জামান আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, জখম অবস্থায় মরদেহ উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। দ্বিতীয় স্ত্রী ফিরোজা বেগমকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে এবং অন্য আসামিকে গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছে। 

রাবিতে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু, আসনপ্রতি লড়ছেন ৫৯ পরীক্ষার্থী

ভর্তি পরীক্ষায় বসে বাবাকে প্রশ্নপত্রের ছবি পাঠাতে গিয়ে ধরা

রাবিতে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

‎রাবিতে ভর্তি পরীক্ষায় ডিপসিক এআইয়ে উত্তর খুঁজছিল এক পরীক্ষার্থী

প্রতীক বরাদ্দের আগেই ফেসবুকে প্রচার, প্রার্থীকে আদালতে তলব

রাজশাহীতে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১

নির্বাচনে ব্যাপক প্রভাব কালোটাকার: বদিউল আলম

রাবিতে ভর্তি পরীক্ষা শুরু কাল, মানতে হবে যেসব নির্দেশনা

আচরণবিধি লঙ্ঘন: রাজশাহী-১ আসনের বিএনপির প্রার্থীকে আদালতে তলব

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের তিন কর্মকর্তাকে চাকরিচ্যুত