হোম > অপরাধ > রাজশাহী

শিশুকে পালাক্রমে ধর্ষণের পর হত্যা মামলায় ৪ যুবকের মৃত্যুদণ্ড

বগুড়া প্রতিনিধি

বগুড়ার ধুনটে এক শিশুকে পালাক্রমে ধর্ষণের পর হত্যা মামলায় চার যুবকের মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন বগুড়ার নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল-২। আজ রোববার দুপুর ১২টার দিকে জনাকীর্ণ আদালতে আসামি ও বাদীপক্ষের লোকজনের উপস্থিতিতে রায় ঘোষণা করেন নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল-২-এর বিচারক নুর মোহাম্মদ শাহরিয়ার কবীর। 

আসামিরা হলেন বগুড়ার ধুনট উপজেলার নছরতপুর গ্রামের মোজাম্মেল হকের ছেলে বাপ্পী আহম্মেদ, দলিল উদ্দিনের ছেলে কামাল পাশা, ছানোয়ার হোসেনের ছেলে শামিম রেজা ও মৃত সাহেব আলীর ছেলে লাভলু শেখ। 

আদালত সূত্রে জানা গেছে, মামলার বাদী ধুনট থানার নছরতপুর গ্রামের বেলাল হোসেন ও তাঁর স্ত্রী মরিয়ম ডেইজি গার্মেন্টসকর্মী হওয়ায় ঢাকায় বসবাস করেন। তাঁদের একমাত্র শিশু মেয়ে মাহি উম্মে তাবাছুম (৭) গ্রামে দাদা-দাদির কাছে থাকত। গত ২০২০ সালের ১৪ ডিসেম্বর রাতে বাদীর পরিবারের সবাই নছরতপুর পশ্চিমপাড়া গ্রামে ওয়াজ মাহফিলে অংশ নিতে যান। রাত ১০টার দিকে তাবাছুম ওয়াজ মাহফিল থেকে দোকানে মিষ্টি কিনতে গিয়ে নিখোঁজ হয়। পরে রাত দেড়টার দিকে গ্রামের একটি বাঁশঝাড়ে তাবাছুমের মরদেহ পাওয়া যায়। 

পরদিন ১৫ ডিসেম্বর ধুনট থানায় বেলাল হোসেন বাদী হয়ে অজ্ঞাত আসামিদের নামে মামলা করেন। মামলার তদন্তকালে পুলিশ চারজনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে শিশুটিকে পালাক্রমে ধর্ষণের পর হত্যা করা হয়েছে বলে স্বীকার করেন। পরবর্তী সময়ে গত বছরের ২৫ নভেম্বর ধুনট থানার তৎকালীন পুলিশ পরিদর্শক (তদন্ত) জাহিদুল হক মামলাটির তদন্ত শেষে আদালতে চারজনের নামে অভিযোগপত্র দাখিল করেন। 

বগুড়া নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২-এর স্পেশাল সরকারি কৌঁসুলি (পিপি) আশেকুর রহমান বলেন, আসামিদের প্রত্যেককে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। অল্প সময়ের মধ্যে সাক্ষ্য গ্রহণ শেষে রায় ঘোষণা করায় বাদীপক্ষ খুশি।

এনসিপির রাজশাহী জেলা ও মহানগর কমিটির দ্বন্দ্বের জেরে দুই কমিটিই স্থগিত

নাটোরে আদালত প্রাঙ্গণে দুপক্ষের সংঘর্ষ, আটক ৩

রাকসু জিএস আম্মারের ‘মানসিক চিকিৎসা’র দাবিতে ছাত্রদলের মানববন্ধন

আচরণবিধি লঙ্ঘন: জামায়াতের নায়েবে আমিরকে শোকজ

তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে টানানো ব্যানার সরিয়ে আম্মারের ভিডিও পোস্ট

দেশকে পাল্টে দিতে গণভোটে ‘হ্যাঁ’ দিতে হবে: স্বাস্থ্য উপদেষ্টা

নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে ১ লাখ পুলিশকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

রাবিতে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু, আসনপ্রতি লড়ছেন ৫৯ পরীক্ষার্থী

ভর্তি পরীক্ষায় বসে বাবাকে প্রশ্নপত্রের ছবি পাঠাতে গিয়ে ধরা

রাবিতে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত