হোম > অপরাধ > রাজশাহী

শেরপুরে জমি নিয়ে বিরোধে কান ছিঁড়ে নিল প্রতিপক্ষ

শেরপুর (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার শেরপুরে জমি নিয়ে সংঘর্ষে প্রতিপক্ষের কামড়ে কান হারিয়েছেন শাহীন হোসেন (৩৩) নামের এক যুবক। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত পাঁচজন আহত হয়েছেন। 

আজ মঙ্গলবার সকালে উপজেলার মদনপুর উত্তরপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। 

আহত শাহীন মদনপুর উত্তরপাড়া গ্রামের সোহরাওয়ার্দী হোসেনের ছেলে। অন্য আহতরা হলেন রিফাত (১৯), ফেরদৌসী (৫২), হাসিনা (৫০) ও জনি (২৪)। 

স্থানীয়রা জানান, শাহিন হোসেনের বাড়ির জমি নিয়ে দীর্ঘদিন ধরে একই গ্রামের প্রতিপক্ষ মৃত সবুর উদ্দীনের স্ত্রী হাসিনা বেগমের সঙ্গে বিরোধ চলছিল। কয়েক দিন আগে হাসিনা বেগম শাহিনের বাড়ির সামনে ইট ফেলে রাখেন। আজ সকালে শাহিন ইটগুলো সরিয়ে নিতে বললে দুই পক্ষের সংঘর্ষ শুরু হয়। প্রতিপক্ষের লাঠির আঘাতে শাহিন হোসেন মাটিতে পড়ে গেলে হাসিনা বেগম শাহিনের কানে কামড় দিয়ে ছিঁড়ে নেয়। 

স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করেন। এ ঘটনায় শাহিন হোসেন প্রাথমিক চিকিৎসা নিয়ে শেরপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। 

এ বিষয়ে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবু কুমার সাহা বলেন, ‘এ ঘটনায় উভয় পক্ষের অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

রাজশাহী বিশ্ববিদ্যালয়: তহবিলের হিসাব না পেয়ে দৃশ্যত স্থবির রাকসু

রাজশাহীতে র‍্যাবের অভিযানে আগ্নেয়াস্ত্র উদ্ধার

রাজশাহীর চরাঞ্চলে শিয়ালের আতঙ্ক, এক রাতে আক্রান্ত ২০০ গরু

বগুড়ায় বিএনপির মিছিলে হামলার মামলায় শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার

ওসমান হাদি হত্যার বিচার দাবিতে রাজশাহীতে শিক্ষার্থীদের অবস্থান

সিরাজগঞ্জে লাশবাহী গাড়ির সঙ্গে সিমেন্টবোঝাই ট্রাকের সংঘর্ষ, আহত ২

যুবকের হাত-পা কেটে দেওয়ার অভিযোগ জামায়াত-শিবিরের কর্মীদের বিরুদ্ধে

চিড়িয়াখানা ফাঁকা করে আবার প্রাণ ফেরানোর চেষ্টায় রাসিক

কৃষকেরা ধানের বীজতলা পলিথিন দিয়ে ঢেকে রাখেন যে কারণে

প্রাথমিকের শতভাগ বই এলেও সংকট মাধ্যমিকে