হোম > অপরাধ > রাজশাহী

শেরপুরে জমি নিয়ে বিরোধে কান ছিঁড়ে নিল প্রতিপক্ষ

শেরপুর (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার শেরপুরে জমি নিয়ে সংঘর্ষে প্রতিপক্ষের কামড়ে কান হারিয়েছেন শাহীন হোসেন (৩৩) নামের এক যুবক। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত পাঁচজন আহত হয়েছেন। 

আজ মঙ্গলবার সকালে উপজেলার মদনপুর উত্তরপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। 

আহত শাহীন মদনপুর উত্তরপাড়া গ্রামের সোহরাওয়ার্দী হোসেনের ছেলে। অন্য আহতরা হলেন রিফাত (১৯), ফেরদৌসী (৫২), হাসিনা (৫০) ও জনি (২৪)। 

স্থানীয়রা জানান, শাহিন হোসেনের বাড়ির জমি নিয়ে দীর্ঘদিন ধরে একই গ্রামের প্রতিপক্ষ মৃত সবুর উদ্দীনের স্ত্রী হাসিনা বেগমের সঙ্গে বিরোধ চলছিল। কয়েক দিন আগে হাসিনা বেগম শাহিনের বাড়ির সামনে ইট ফেলে রাখেন। আজ সকালে শাহিন ইটগুলো সরিয়ে নিতে বললে দুই পক্ষের সংঘর্ষ শুরু হয়। প্রতিপক্ষের লাঠির আঘাতে শাহিন হোসেন মাটিতে পড়ে গেলে হাসিনা বেগম শাহিনের কানে কামড় দিয়ে ছিঁড়ে নেয়। 

স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করেন। এ ঘটনায় শাহিন হোসেন প্রাথমিক চিকিৎসা নিয়ে শেরপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। 

এ বিষয়ে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবু কুমার সাহা বলেন, ‘এ ঘটনায় উভয় পক্ষের অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

এনসিপির রাজশাহী জেলা ও মহানগর কমিটির দ্বন্দ্বের জেরে দুই কমিটিই স্থগিত

নাটোরে আদালত প্রাঙ্গণে দুপক্ষের সংঘর্ষ, আটক ৩

রাকসু জিএস আম্মারের ‘মানসিক চিকিৎসা’র দাবিতে ছাত্রদলের মানববন্ধন

আচরণবিধি লঙ্ঘন: জামায়াতের নায়েবে আমিরকে শোকজ

তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে টানানো ব্যানার সরিয়ে আম্মারের ভিডিও পোস্ট

দেশকে পাল্টে দিতে গণভোটে ‘হ্যাঁ’ দিতে হবে: স্বাস্থ্য উপদেষ্টা

নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে ১ লাখ পুলিশকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

রাবিতে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু, আসনপ্রতি লড়ছেন ৫৯ পরীক্ষার্থী

ভর্তি পরীক্ষায় বসে বাবাকে প্রশ্নপত্রের ছবি পাঠাতে গিয়ে ধরা

রাবিতে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত