চাঁপাইনবাবগঞ্জে স্ত্রীকে হত্যার দায়ে স্বামী কোবাদ ওরফে কুবাদ আলীকে (৪০) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। আজ সোমবার দুপুর ১২টার দিকে চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-১ এর বিচারক মো. রবিউল ইসলাম এ রায় ঘোষণা করেন। এ সময় তাঁকে ৫০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে।
দণ্ডপ্রাপ্ত কুবাদ আলী ভোলাহাট উপজেলার মুশরীভুজা মধ্যখড়কপুর গ্রামের মৃত সুলতান আলীর ছেলে। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন।
অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-৩ এর অতিরিক্ত পিপি মো. রবিউল ইসলাম বলেন, ২০১৯ সালের ৮ জুলাই দুপুর ২টার দিকে টাকা-পয়সা সংক্রান্ত জেরে স্ত্রী আয়েশা খাতুনকে ধারালো ‘হাঁসিয়া’ দিয়ে গলা কেটে হত্যা করেন স্বামী কুবাদ আলী। এ সময় আয়েশা খাতুনকে বাঁচাতে এগিয়ে আসেন তাঁর মেয়ে হাবিবা ও জামাই সাদেকুল ইসলাম। তাঁদেরও হাঁসিয়া দিয়ে আঘাত করেন কোবাদ আলী। এতে তাঁরা গুরুতর আহত হন। এ ঘটনায় আয়েশা খাতুনের ছোট বোন বাদী হয়ে ভোলাহাট থানায় হত্যা মামলা দায়ের করেন।
রবিউল ইসলাম আরও বলেন, দীর্ঘ শুনানি ও আদালতে সাক্ষ্য-প্রমাণ শেষে ৩০২ ধারা মোতাবেক দোষী সাব্যস্ত করে কুবাদ আলীর ফাঁসির আদেশ দিয়েছেন বিচারক। তবে আসামির নিয়মানুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যে আপিল করার সুযোগ রয়েছে।