হোম > অপরাধ > রাজশাহী

স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড 

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জে স্ত্রীকে হত্যার দায়ে স্বামী কোবাদ ওরফে কুবাদ আলীকে (৪০) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। আজ সোমবার দুপুর ১২টার দিকে চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-১ এর বিচারক মো. রবিউল ইসলাম এ রায় ঘোষণা করেন। এ সময় তাঁকে ৫০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে।

দণ্ডপ্রাপ্ত কুবাদ আলী ভোলাহাট উপজেলার মুশরীভুজা মধ্যখড়কপুর গ্রামের মৃত সুলতান আলীর ছেলে। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন।

অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-৩ এর অতিরিক্ত পিপি মো. রবিউল ইসলাম বলেন, ২০১৯ সালের ৮ জুলাই দুপুর ২টার দিকে টাকা-পয়সা সংক্রান্ত জেরে স্ত্রী আয়েশা খাতুনকে ধারালো ‘হাঁসিয়া’ দিয়ে গলা কেটে হত্যা করেন স্বামী কুবাদ আলী। এ সময় আয়েশা খাতুনকে বাঁচাতে এগিয়ে আসেন তাঁর মেয়ে হাবিবা ও জামাই সাদেকুল ইসলাম। তাঁদেরও হাঁসিয়া দিয়ে আঘাত করেন কোবাদ আলী। এতে তাঁরা গুরুতর আহত হন। এ ঘটনায় আয়েশা খাতুনের ছোট বোন বাদী হয়ে ভোলাহাট থানায় হত্যা মামলা দায়ের করেন।

রবিউল ইসলাম আরও বলেন, দীর্ঘ শুনানি ও আদালতে সাক্ষ্য-প্রমাণ শেষে ৩০২ ধারা মোতাবেক দোষী সাব্যস্ত করে কুবাদ আলীর ফাঁসির আদেশ দিয়েছেন বিচারক। তবে আসামির নিয়মানুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যে আপিল করার সুযোগ রয়েছে। 

ভেকু দিয়ে যুবককে হত্যার ঘটনায় ৭ জনের বিরুদ্ধে মামলা

রাজশাহীতে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো আ.লীগ পরিত্যক্ত কার্যালয়

বগুড়ায় স্ত্রীকে হত্যা করে সেপটিক ট্যাংকে লাশ ফেলে থানায় নিখোঁজের জিডি

রাবিতে আওয়ামীপন্থী ডিনদের পদত্যাগের আলটিমেটাম রাকসুর জিএস আম্মারের

ঋত্বিক ঘটকের পৈতৃক ভিটা ভাঙচুরের সঙ্গে জড়িতদের শাস্তির দাবি

রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশন অভিমুখে যাত্রা, পুলিশি বাধায় পণ্ড

আবাদি জমিতে পুকুর খননে বাধা, কৃষককে এক্সকাভেটরের নিচে ফেলে হত্যা

ইউপি সদস্যের কার্যালয়ে আটকে রাখা ব্যক্তির লাশ উদ্ধার, নির্যাতনে মৃত্যুর অভিযোগ

রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশন অভিমুখে পদযাত্রায় পুলিশের বাধা, সড়ক অবরোধ

বৃক্ষরোপণে বদলে যাচ্ছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়