নাটোরের নলডাঙ্গায় ৮ বছরের এক শিশু কন্যাকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ৩ কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার সকালে তাঁদের গ্রেপ্তার করা হয়।
ঘটনাটি উপজেলার খাজুরা ইউনিয়নের মহিষডাঙ্গা গুচ্ছ গ্রামে ঘটে।
জানা যায়, গতকাল বিকেলে ওই শিশুকে বাড়িতে রেখে তার বাবা মা বাইরে যান। এ সুযোগে প্রতিবেশী ওই ৩ কিশোর শিশুটিকে একা পেয়ে ধর্ষণের চেষ্টা করে। পড়ে সন্ধ্যায় শিশুটির বাবা-মা বাড়িতে ফিরে আসলে সে তাঁদের সব জানিয়ে দেয়। ঘটনা জানার পরপরই শিশুটির মা ৯৯৯ এ কল দিলে রাতেই পুলিশ গিয়ে অভিযুক্ত তিনজনকে গ্রেপ্তার করেন।
এ বিষয়ে নলডাঙ্গা থানার ওসি বলেন, ওই শিশুর বাবা বাদী হয়ে ৩ কিশোরের নামে মামলা দায়ের করেছেন। আজ দুপুরে তাঁদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
ওসি আরও বলেন, নির্যাতনের শিকার ওই শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য নাটোর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।