হোম > অপরাধ > রাজশাহী

কিশোরীকে ধর্ষণের মামলায় আসামির যাবজ্জীবন কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহীতে এক কিশোরীকে ধর্ষণের মামলায় আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার অর্থ অনাদায়ে আরও এক মাস বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

আজ মঙ্গলবার (২২ নভেম্বর) দুপুরে রাজশাহীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক মুহা. হাসানুজ্জামান এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত আসামির নাম উজ্জ্বল আলী (৩৫)। রাজশাহীর চারঘাট উপজেলার পূর্ব কালাবীপাড়া গ্রামে তাঁর বাড়ি। আদালতের পেশকার হেমন্ত বর্মণ এসব তথ্য নিশ্চিত করেছেন।

হেমন্ত বর্মণ জানান, ২০১২ সালের ২৭ সেপ্টেম্বর সকালে পঞ্চম শ্রেণি পড়ুয়া এক স্কুলছাত্রী মাঠে বাবাকে খাবার দিয়ে ফিরছিল। তখন আসামি উজ্জ্বল তাকে জোর করে আখখেতে নিয়ে ধর্ষণ করেন। ঘটনা কাউকে জানালে মেরে ফেলারও হুমকি দেন উজ্জ্বল। লোকলজ্জায় ওই কিশোরী কাউকে জানায়নি। 

তবে ওই কিশোরীকে ধরে নিয়ে যাওয়ার সময় এক নারী তা দেখেন। পরে তিনি পরিবারকে জানান। ঘটনা গ্রামে জানাজানি হলে ওই কিশোরী লোকলজ্জায় কীটনাশক পান করে। ঘটনার পরদিন ওই কিশোরীর বাবা উজ্জ্বলের বিরুদ্ধে থানায় ধর্ষণের মামলা করেন।

আদালতের পেশকার আরও জানান, মামলার বিচার চলাকালে আসামির বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হয়েছেন। তাই আদালত তাঁকে দোষী সাব্যস্ত করে রায় দিয়েছেন। রায় ঘোষণার সময় আসামি আদালতের কাঠগড়ায় হাজির ছিলেন। পরে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।

রাজশাহী-৫ আসনে জামায়াতের প্রার্থী পরিবর্তন

রাজশাহী বিশ্ববিদ্যালয়: তহবিলের হিসাব না পেয়ে দৃশ্যত স্থবির রাকসু

রাজশাহীতে র‍্যাবের অভিযানে আগ্নেয়াস্ত্র উদ্ধার

রাজশাহীর চরাঞ্চলে শিয়ালের আতঙ্ক, এক রাতে আক্রান্ত ২০০ গরু

বগুড়ায় বিএনপির মিছিলে হামলার মামলায় শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার

ওসমান হাদি হত্যার বিচার দাবিতে রাজশাহীতে শিক্ষার্থীদের অবস্থান

সিরাজগঞ্জে লাশবাহী গাড়ির সঙ্গে সিমেন্টবোঝাই ট্রাকের সংঘর্ষ, আহত ২

যুবকের হাত-পা কেটে দেওয়ার অভিযোগ জামায়াত-শিবিরের কর্মীদের বিরুদ্ধে

চিড়িয়াখানা ফাঁকা করে আবার প্রাণ ফেরানোর চেষ্টায় রাসিক

কৃষকেরা ধানের বীজতলা পলিথিন দিয়ে ঢেকে রাখেন যে কারণে