হোম > অপরাধ > রাজশাহী

কিশোরীকে ধর্ষণের মামলায় আসামির যাবজ্জীবন কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহীতে এক কিশোরীকে ধর্ষণের মামলায় আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার অর্থ অনাদায়ে আরও এক মাস বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

আজ মঙ্গলবার (২২ নভেম্বর) দুপুরে রাজশাহীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক মুহা. হাসানুজ্জামান এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত আসামির নাম উজ্জ্বল আলী (৩৫)। রাজশাহীর চারঘাট উপজেলার পূর্ব কালাবীপাড়া গ্রামে তাঁর বাড়ি। আদালতের পেশকার হেমন্ত বর্মণ এসব তথ্য নিশ্চিত করেছেন।

হেমন্ত বর্মণ জানান, ২০১২ সালের ২৭ সেপ্টেম্বর সকালে পঞ্চম শ্রেণি পড়ুয়া এক স্কুলছাত্রী মাঠে বাবাকে খাবার দিয়ে ফিরছিল। তখন আসামি উজ্জ্বল তাকে জোর করে আখখেতে নিয়ে ধর্ষণ করেন। ঘটনা কাউকে জানালে মেরে ফেলারও হুমকি দেন উজ্জ্বল। লোকলজ্জায় ওই কিশোরী কাউকে জানায়নি। 

তবে ওই কিশোরীকে ধরে নিয়ে যাওয়ার সময় এক নারী তা দেখেন। পরে তিনি পরিবারকে জানান। ঘটনা গ্রামে জানাজানি হলে ওই কিশোরী লোকলজ্জায় কীটনাশক পান করে। ঘটনার পরদিন ওই কিশোরীর বাবা উজ্জ্বলের বিরুদ্ধে থানায় ধর্ষণের মামলা করেন।

আদালতের পেশকার আরও জানান, মামলার বিচার চলাকালে আসামির বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হয়েছেন। তাই আদালত তাঁকে দোষী সাব্যস্ত করে রায় দিয়েছেন। রায় ঘোষণার সময় আসামি আদালতের কাঠগড়ায় হাজির ছিলেন। পরে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।

জাতীয় নির্বাচনের আগেই শাকসু দাবি রাবি শিবিরের

এনসিপির রাজশাহী জেলা ও মহানগর কমিটির দ্বন্দ্বের জেরে দুই কমিটিই স্থগিত

নাটোরে আদালত প্রাঙ্গণে দুপক্ষের সংঘর্ষ, আটক ৩

রাকসু জিএস আম্মারের ‘মানসিক চিকিৎসা’র দাবিতে ছাত্রদলের মানববন্ধন

আচরণবিধি লঙ্ঘন: জামায়াতের নায়েবে আমিরকে শোকজ

তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে টানানো ব্যানার সরিয়ে আম্মারের ভিডিও পোস্ট

দেশকে পাল্টে দিতে গণভোটে ‘হ্যাঁ’ দিতে হবে: স্বাস্থ্য উপদেষ্টা

নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে ১ লাখ পুলিশকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

রাবিতে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু, আসনপ্রতি লড়ছেন ৫৯ পরীক্ষার্থী

ভর্তি পরীক্ষায় বসে বাবাকে প্রশ্নপত্রের ছবি পাঠাতে গিয়ে ধরা