হোম > অপরাধ > রাজশাহী

পুলিশ সেজে ইউএনওর নামে ৪০ কেজি মাংস নিয়ে উধাও

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি 

রাজশাহীর পুঠিয়ায় দুজন ব্যক্তি বিড়ালদহ কসাইখানায় গিয়ে নিজেদের থানা-পুলিশ পরিচয় দেয়। এরপর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নামে ৪৪ কেজি গরুর মাংস নিয়ে উধাও হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী কসাই থানায় একটি অভিযোগ দিয়েছেন। 

গতকাল শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটলে রাতেই থানায় অভিযোগ দেন হান্নান নামের ভুক্তভোগী কসাই। 

ভুক্তভোগী কসাই হান্নান বলেন, ‘অটোরিকশায় চরে আমাদের কসাইখানায় এসে দুজন ব্যক্তি নিজেদের থানার পুলিশ সদস্যর পরিচয় দেন। এরপর জানায় ইউএনও স্যার পাঠিয়েছেন, তার বাসায় ছোট অনুষ্ঠান আছে। ৫০ কেজি গরুর গোশত লাগবে। সাথে একজন কসাই যেতে হবে, যেন প্রয়োজন অনুযায়ী গোশতের সাইজ করে দিতে পারে। আর কাজ শেষে বিল পরিশোধ করা হবে। পরে জবাই করা গরুর একটি অংশ ৪৪ কেজি, গরুর চারটি পা ও কসাইসহ তাদের সাথে অটোতে তুলে দেওয়া হয়। এরপর ওই দুজন পুঠিয়া সদরে এসে সঙ্গের কসাইকে বলে–টাকা থানা থেকে দেওয়া হবে। টাকা আনতে ওই কসাইকে থানায় পাঠিয়ে দিয়ে তারা লাপাত্তা হয়ে যায়। পরে তাদের বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পর না পেয়ে, রাতে থানায় একটি অভিযোগ দিয়েছি।’ 

ওই মাংসের মূল্য ২৯ হাজার ৫০০ টাকা বলে জানান ভুক্তভোগী হান্নান। 

এ বিষয়ে পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দী হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ওই ভুক্তভোগী গতকাল রাতে থানায় একটি অভিযোগ দিয়েছেন। প্রতারক চক্রের বিষয়টি তদন্ত করা হচ্ছে।’ 

এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুরুল হাই মোহাম্মদ আনাছ বলেন, ‘এখনো অনেক মানুষ আছেন যারা সহজ–সরল। সে সুযোগে প্রতারক চক্রের সদস্যরা বিভিন্ন কৌশল অবলম্বন করে প্রতারণা করছে। এ বিষয়ে সকলকে সচেতন হওয়ার অনুরোধ জানাই।’ 

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের তিন কর্মকর্তাকে চাকরিচ্যুত

গণভোটের ব্যালটের টিক চিহ্ন মানেই ঠিক: আলী রীয়াজ

ট্রায়াল দেওয়ার নামে গাড়ি নিয়ে লাপাত্তা যুবদল নেতাকে বহিষ্কার

ব্রেনের চিকিৎসা করতেন এইচএসসি পাস নুরুল, ৬ মাসের জেল

দুই সহযোগীসহ ‘চাঁদাবাজ’ চান সওদাগর আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

লবণের কার্গো ট্রাকে মিলল ১২৬ কেজি গাঁজা

জামায়াতে ইসলামীতে কেউ স্বাধীনতাবিরোধী নয়: মেজর আখতারুজ্জামান

দেশে ১৭ লাখ ৮০ হাজার শিশু শ্রমে নিযুক্ত: সচিব

রাজশাহীতে হেরোইনসহ দম্পতি গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে ২ ভারতীয় নাগরিক আটক, বিএসএফের কাছে হস্তান্তর