হোম > অপরাধ > রাজশাহী

পুলিশ সেজে ইউএনওর নামে ৪০ কেজি মাংস নিয়ে উধাও

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি 

রাজশাহীর পুঠিয়ায় দুজন ব্যক্তি বিড়ালদহ কসাইখানায় গিয়ে নিজেদের থানা-পুলিশ পরিচয় দেয়। এরপর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নামে ৪৪ কেজি গরুর মাংস নিয়ে উধাও হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী কসাই থানায় একটি অভিযোগ দিয়েছেন। 

গতকাল শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটলে রাতেই থানায় অভিযোগ দেন হান্নান নামের ভুক্তভোগী কসাই। 

ভুক্তভোগী কসাই হান্নান বলেন, ‘অটোরিকশায় চরে আমাদের কসাইখানায় এসে দুজন ব্যক্তি নিজেদের থানার পুলিশ সদস্যর পরিচয় দেন। এরপর জানায় ইউএনও স্যার পাঠিয়েছেন, তার বাসায় ছোট অনুষ্ঠান আছে। ৫০ কেজি গরুর গোশত লাগবে। সাথে একজন কসাই যেতে হবে, যেন প্রয়োজন অনুযায়ী গোশতের সাইজ করে দিতে পারে। আর কাজ শেষে বিল পরিশোধ করা হবে। পরে জবাই করা গরুর একটি অংশ ৪৪ কেজি, গরুর চারটি পা ও কসাইসহ তাদের সাথে অটোতে তুলে দেওয়া হয়। এরপর ওই দুজন পুঠিয়া সদরে এসে সঙ্গের কসাইকে বলে–টাকা থানা থেকে দেওয়া হবে। টাকা আনতে ওই কসাইকে থানায় পাঠিয়ে দিয়ে তারা লাপাত্তা হয়ে যায়। পরে তাদের বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পর না পেয়ে, রাতে থানায় একটি অভিযোগ দিয়েছি।’ 

ওই মাংসের মূল্য ২৯ হাজার ৫০০ টাকা বলে জানান ভুক্তভোগী হান্নান। 

এ বিষয়ে পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দী হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ওই ভুক্তভোগী গতকাল রাতে থানায় একটি অভিযোগ দিয়েছেন। প্রতারক চক্রের বিষয়টি তদন্ত করা হচ্ছে।’ 

এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুরুল হাই মোহাম্মদ আনাছ বলেন, ‘এখনো অনেক মানুষ আছেন যারা সহজ–সরল। সে সুযোগে প্রতারক চক্রের সদস্যরা বিভিন্ন কৌশল অবলম্বন করে প্রতারণা করছে। এ বিষয়ে সকলকে সচেতন হওয়ার অনুরোধ জানাই।’ 

রাজশাহীতে র‍্যাবের অভিযানে আগ্নেয়াস্ত্র উদ্ধার

রাজশাহীর চরাঞ্চলে শিয়ালের আতঙ্ক, এক রাতে আক্রান্ত ২০০ গরু

বগুড়ায় বিএনপির মিছিলে হামলার মামলায় শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার

ওসমান হাদি হত্যার বিচার দাবিতে রাজশাহীতে শিক্ষার্থীদের অবস্থান

সিরাজগঞ্জে লাশবাহী গাড়ির সঙ্গে সিমেন্টবোঝাই ট্রাকের সংঘর্ষ, আহত ২

যুবকের হাত-পা কেটে দেওয়ার অভিযোগ জামায়াত-শিবিরের কর্মীদের বিরুদ্ধে

চিড়িয়াখানা ফাঁকা করে আবার প্রাণ ফেরানোর চেষ্টায় রাসিক

কৃষকেরা ধানের বীজতলা পলিথিন দিয়ে ঢেকে রাখেন যে কারণে

প্রাথমিকের শতভাগ বই এলেও সংকট মাধ্যমিকে

নারীকে গলা কেটে হত্যা, সাবেক স্বামী আটক